ঢাকা, মঙ্গলবার, ২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নওগাঁয় রাতের অন্ধকারে সড়কে পথরোধ করে দুটি মোটরসাইকেল ছিনতাই
খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে:এমপি প্রার্থী রাশেদুল আলম সবুজ
বেতাগীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক দ্বিতীয় রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
জীবননগরে ৭ কোটি ২২ লাখ টাকার বাজেট ঘোষণা
আমতলীতে স্কুলের ওয়াল ভেঙ্গে নির্মান সামগ্রী চুরি
ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ঘোড়াঘাটে সেনাবাহিনীর বিনামূল্যে চিকি ৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ
জলঢাকায় দারিদ্র্য বিমোচনে সামাজিক নিরাপত্তা সেমিনার
শেরেবাংলা নগর থানায় নতুন ওসি
শ্যামনগরে নারী কৃষকদের দক্ষতা উন্নয়নে জলবায়ু সহনশীল কৃষি প্রশিক্ষণ
বংশালে পেট্রল ঢেলে বাসে আগুন, গ্রেফতার ৩
মোরেলগঞ্জে উপজেলা পর্যায় ইভলভ্’র কর্মশালা অনুষ্ঠিত
ছিনতাইকারী আখ্যায় চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া মতিউর সম্পর্কে অজানা তথ্য
মোরেলগঞ্জে ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন
নাইক্ষ্যংছড়িতে ১৪টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

তিতাস নদীতে অভিযান, সাড়ে চার হাজার মিটার রিং জাল ধ্বংস

সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার আনন্দ বাজার ঘাট থেকে সুহিলপুর ইউনিয়নের তিতাস নদীর বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে ২টি বড় ঘের/খেও উচ্ছেদ করা হয়। এ সময় রিং জালসহ অন্যান্য জাল প্রায় সাড়ে চার হাজার মিটার জাল জব্দ করে আনন্দ বাজার ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার ২৭ মার্চ এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর ব্রাহ্মণবাড়িয়ার মুক্তা গোস্বামী।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সদর মো. ছায়েদুর রহমান, তরী বাংলাদেশ এর আহবায়ক ও জেলা নদী রক্ষা কমিটির সদস্য শামীম আহমেদ, তরী বাংলাদেশ এর সদস্য খাইরুজ্জামান ইমরান ও ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার এস আই মো. মাহফুজ সহ পুলিশ সদস্যরা।

মুক্তা গোস্বামী বলেন ভবিষ্যতে বড় পরিসরে অভিযান পরিচালনা করবো নদীতে কচুরিপানা আটকিয়ে ঘের/খেও করে নৌপথ সংকুচিত করে একটি চক্র মাছ আহরণের চেষ্টা করছে।

জানা যায়,তাছাড়া রিং জাল, কারেন্ট জাল ব্যবহার করে মাছের প্রজনন ব্যবস্থা ব্যাহত করছে বলে অভিযোগ রয়েছে জেলা নদী রক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিয়মিত কাজের অংশ হিসেবে আজকে অভিযানটি হয়েছে।

দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।

মো. ছায়েদুর রহমান বলেন জেলা মৎস্য অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী বড় পরিসরে অভিযানের পরিকল্পনা রয়েছে পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতামূলক কার্যক্রমের পরিকল্পনাও রয়েছে। দেশী প্রজাতির মাছ রক্ষায় আমরা তৎপর রয়েছি।

শামীম আহমেদ বলেন তরী বাংলাদেশ দীর্ঘদিন ধরে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় রিং জাল, কারেন্ট জাল, বৈদ্যুতিক কৌশল দিয়ে মাছ নিধন রোধ ও অবৈধ ঘের/খেও উচ্ছেদ করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিতে দাবি জানিয়ে আসছে।তরী বাংলাদেশ আশা করে নদীমাতৃক বাংলাদেশে নদী ও নদী সংশ্লিষ্ট প্রাণ-প্রকৃতি সুরক্ষায় সকলেই সোচ্চার থাকবে, প্রতিটি উপজেলায় এধরণের অভিযান অব্যাহত থাকুক।

শেয়ার করুনঃ