ঢাকা, রবিবার, ১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আত্রাইয়ে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে মাছ শিকারের দায়ে ১৬ জেলে আটক
বাগমারায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত
পঞ্চগড়ের বোদা সীমান্তে নারী-শিশুসহ ১১ জন আটক
নোয়াখালীতে র‍্যাবের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
প্রাক-বাজেট ২০২৫-২৬: স্থানীয় সরকার ও পানি-স্যানিটেশন খাতে টেকসই ও ন্যায্য বরাদ্দের দাবি
সাম্য হত্যাকাণ্ড: দ্রুত তদন্ত শেষে বিশেষ ট্রাইবুনালে বিচার নিশ্চিতের আশ্বাস ডিএমপি কমিশনারের
বনানীর সিগনেচার ও হেজ সিসা লাউঞ্জে অভিযান, তালাবদ্ধ অন্ধকার রুমে তরুণীদের সঙ্গে ছিল বিদেশিরাও!
নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুই সহযোগীসহ বরখাস্ত সৈনিক গ্রেফতার
অর্থ কেলেঙ্কারীর তদন্ত চায় পদ্মা ব্যাংকের আমানতকারীরা
অপরাধ পর্যালোচনা ও ঈদুল আজহায় আইন-শৃঙ্খলা রক্ষায় ঢাকা রেঞ্জ পুলিশের মতবিনিময় সভা
নওগাঁতে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক,শিক্ষিকা,জিসি,এমসি,সুপারভাইজার দের মানববন্ধন
আত্রাই কেন্দ্রীয় ফুটবল মাঠে পানি নিষ্কাশন সমস্যা: সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
আমতলীতে ইউপি চেয়ারম্যানসহ তিন জনের বিরুদ্ধে জালজালীয়াতীর মামলা
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হকের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জারী

দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করা বিএনপি’র আর্দশ :সাবেক ব্রিগ্রেডিয়ার শামস

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে সাবেক বিগ্রেডিয়ার জেনারেল এ.কে.এম শামসুল ইসলাম শামস সূর্য্য বলেন, বিএনপি দেশ ও জনগণের কল্যাণের রাজনীতি করে। স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ড জিয়াউর রহমানের আর্দশে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের ও সাধারণ মানুষের পাশে দাড়ায়। মানুষের সুখে-দু:খে বিএনপি সবসময় পাশে রয়েছে, আছে এবং থাকবে। কারন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের মাতৃভূমি তথা বাংলাদেশকে ভালোবাসেন, বাংলার মানুষকে ভালোবাসেন। তাই দেশ ও জনগণের কল্যাণের রাজনীতি করাই বিএনপি’র আদর্শ।

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সন্ধ্যায় বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এছাড়া তিনি আরও বলেন, বিগত ১৭টি বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপি সহ বিরোধীমতের মানুষকে নির্যাতন হয়রানী করেছে। যতবার সাজানো নির্বাচন হয়েছে প্রতিটি নির্বাচনের পুর্বে মামলা, হামলা ও নির্যাতনের মাত্রা বাড়িয়েছিলো। তাদের মামলা- হামলায় বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী দীর্ঘ সময় ধরে ঘর ছাড়া, বাড়ি ছাড়া ও পরিবার ছাড়া ছিলো। আজ বাংলার মানুষ দ্রুত নির্বাচন চায়। তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার বানাতে চাচ্ছে। তাই দ্রুত নির্বাচন দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। পরিশেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য সকলকে বিএনপি’র পাশে থাকার আহব্বান জানান।

এসময় নান্দাইল পৌর বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক মো. নজরুল ইসলাম ফকিরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রেজাউল করিম ভূইয়া বিপ্লব, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বাবু পল্লব রায় সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ