ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার

বোয়ালমারীতে মাদক কারবারিদের তান্ডব, ভাংচুর-লুটপাট-হামলা

আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারীতে বিপুল পরিমাণ মাদক আটকের পর নিরীহ গ্রামবাসীর ওপর প্রতিশোধ নিতে ৭টি বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালানোর অভিযোগ উঠেছে চিহ্নিত এক মাদক-কারবারির মতি কাজীর বিরুদ্ধে। এ সময় স্থানীয় বেশ কয়েক জনকে পিটিয়ে আহত করেছে।

সোমবার(২৪ মার্চ) দিনগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোতাশী গ্রামে এ ঘটনা ঘটে।এ ঘটনার জেরে মঙ্গলবার (২৫মার্চ)দুপুরে মাদক কারবারিদের বিচারের দাবিতে স্থানীয় মোমিন মার্কেটের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাগেছে, উপজেলার বোয়ালমারী ইউনিয়নের সোতাশী এলাকার চিহ্নিত মাদক কারবারি ও একাধিক মাদক মামলার আসামি মতি কাজী দীর্ঘদিন ধরে এলাকাটিতে বেপরোয়াভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তিনি ওই গ্রামের গ্রামের দাউদ কাজীর ছেলে। এলাকায় মাদক-সম্রাট ইয়াবা মতি নামেই পরিচিত। স্থানীয়রা জানান, সোমবার সন্ধ্যায় দিকে ফরিদপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মতি কাজীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে মতি কাজী। আভিযান পরিচালনাকারী দল মতি কাজীর মায়ের ঘরের একটি বাক্স থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করে। এসময় মতি কাজীর ছোট ভাই আরেক মাদক কারবারি ইসলাম কাজীকে আটক করে অভিযানকারী টিম। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে খুশিতে মিষ্টি বিতরণ করে এলাকাবাসী। পরে আটক ইসলাম কাজীকে ছেড়ে দেয় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। তিনি ছাড়া পেয়ে মিষ্টি বিতরণ করায় মতি কাজীর নেতৃত্বে ৩০/৪০ জনের একটি বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাত সাড়ে আটটার দিকে ৪টি বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, লুটপাট চালায়। এসময় বাড়ির বেশির ভাগ লোক তারাবি নামাজ পড়তে মসজিদে ও পার্শ্ববর্তী মোমিন মার্কেটে আড্ডা দিচ্ছিল।

হামলায় জামায়েত ইসলামীর সমর্থক গ্রামটির ইউসুফ মণ্ডলের ছেলে বাবর মণ্ডল (২৮) ও রিজাউল শেখের ছেলে মো. মুজাহিদ শেখ সহ(২৩) বেশ কয়েকজন মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলায় গ্রামের হাসেম শেখের ছেলে কামরুল শেখ, শরিফুল শেখ, নুরু মাতুব্বরের ছেলে কুবাদ শেখ, আজিত মাতুব্বরের ছেলে কবির মাতুব্বর, আবু শেখের ছেলে তারা শেখ এর বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়।এ ব্যাপারে অভিযুক্ত মতি কাজী ও তার পরিবারের লোকজন আত্মগোপন থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

শেয়ার করুনঃ