
লক্ষ্মীপুর-৩ (সদর) আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (নৌকা) প্রতীকের বিপক্ষে (বিদ্রোহী) প্রার্থী হিসেবে ভোট করবেন মোহাম্মদ থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার। তবে সাত্তার বলছেন বিদ্রোহী নয় স্বতন্ত্র। দল থেকে বলা আছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করার সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪ টার দিকে আওয়ামী লীগ নেতা সাত্তার জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার সুরাইয়া জাহানের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।
কিন্তু এ আসন থেকে আওয়ামী লীগের মনোনীত (নৌকা) প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুকে।
(আজ) মনোনয়নপত্র শেষদিন দুপুর ১২ টার দিকে পিংকু তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে পিংকু সাংবাদিকদের জানান, যারা আওয়ামী লীগ (নৌকা) বিপক্ষে গিয়ে ভোট করবে তার সত্যিকারের আওয়ামী লীগ নয়। তারা সুবিধা বাদি। এবং যারা দলের ভিতরে থেকে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের আমরা বয়কট করবো। তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নিবে।
এ দিকে বিকেলে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে এম এ সাত্তার বলেন- রাজনৈতিকের বাহিরে তার একটি ট্রাস্ট রয়েছে। তার নাম হয়েছে এমএ সাত্তার ট্রাস্ট। তিনি দীর্ঘদিন ট্রাস্টের উদ্যোগে সদর উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে ছিলেন। এবং এ উপজেলাবাসী আমাকে পছন্দ করে। আমার বিশ্বাস শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে আমি বিপুল ভোটে বিজয় হবো।
সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে সেই বলে, দলের হাইকমান্ড থেকে যদি চাপপ্রয়োগ করে, বিষয়টি তখন দেখা যাবে।
একই আসন থেকে আওয়ামী লীগ নেতা ও সজিব গ্রুপের চেয়ারম্যান আবুল হাসেম স্বতন্ত্র থেকে ভোট করবেন। তার পক্ষ থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।