ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

বিশ্ব পানি দিবস:পানি বাঁচান,গাছ লাগান,বৈশ্বিক উষ্ণতা থামান’

বিশেষজ্ঞরা বলেন,“প্রতিদিন মাত্র ১ লিটার পানি সাশ্রয় করলে বছরে ৩৪৫ বিলিয়ন লিটার পানি সংরক্ষণ করা সম্ভব।”

এই লক্ষ্য নিয়ে বাংলাদেশ ওয়াটার ওয়ার্কস অ্যাসোসিয়েশন (বিডব্লিউডব্লিউএ) বিশ্ব পানি দিবস উপলক্ষে শনিবার( ২২ মার্চ) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মানববন্ধনের আয়োজন করে। পরে,অনুষ্ঠানের অংশ হিসেবে সোবাহানবাগের ড্যাফোডিল প্লাজার গ্রীন গার্ডেন রেঁস্তোরায় ইফতার আয়োজন করা হয়। সেখানে বিডব্লিউডব্লিউএ-এর স্যুভেনিরের মোড়ক উন্মোচন করা হয়।

বিশ্বব্যাপী নিরাপদ পানির সংকট মারাত্মক আকার ধারণ করেছে। প্রায় ২.২ বিলিয়ন মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। এবারের বিশ্ব পানি দিবসের মূল প্রতিপাদ্য ছিল ‘হিমবাহ সংরক্ষণ’। যা বৈশ্বিক উষ্ণতার ভয়াবহ প্রভাব তুলে ধরে।

ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যাসোসিয়েশন (আইডব্লিউএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মোহাম্মদ যোবায়ের হাসান বলেন, “উত্তর গোলার্ধে দ্রুত গ্লেসিয়ার গলে যাচ্ছে, যার ফলে নদীভাঙন ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এর ফলে বহু গ্রামবাসী শহরে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে এবং জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হচ্ছে। এই চক্রটি জলবায়ু পরিবর্তনের কারণে আরও ভয়াবহ রূপ নিচ্ছে, যা পানির সরবরাহে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করছে।”

তিনি বলেন, “ভূগর্ভস্থ পানির স্তর কমে যাওয়া, খরা এবং লবণাক্ততার বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে লবণাক্ত পানির প্রবাহ কৃষি ও পানীয় জলের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, “বৈশ্বিক উষ্ণতা কমানোর জন্য আমাদের আরও বেশি গাছ লাগাতে হবে। এখনই ব্যবস্থা না নিলে পানির সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে।”

বিডব্লিউডব্লিউএ-এর প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন বলেন, “২০১৯ সাল থেকে আমরা জাতিসংঘের নির্দেশিকা অনুযায়ী বিশ্ব পানি দিবস পালন করছি। সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এগিয়ে আসতে হবে।”

‘হিমবাহ বাঁচাও, জীবন বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি বার্তা দেয় যে নিরাপদ পানির উৎস হিসেবে মাত্র ২.১% হিমবাহ ব্যবহারযোগ্য। যদি হিমবাহ গলা রোধ করা যায় তাহলে আগামী ১০০–২০০ বছর পর্যন্ত নিরাপদ পানির জন্য তা যথেষ্ট হতে পারে।

পানি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে আনোয়ার হোসেন বলেন, “বিশ্বব্যাপী প্রতিদিন যদি একজন ব্যক্তি মাত্র ১ লিটার করে পানি বাঁচায়, তাহলে বছরে ৩৪৫ বিলিয়ন লিটার পানি সংরক্ষণ করা সম্ভব। বিদেশের হোটেলগুলোতে পানির চাপ ০.১% নির্ধারণ করা হয়েছে। যদি আমরা পানির প্রবাহ ৫০% কমিয়ে দেই, তাহলে বিশাল পরিমাণে অপচয় রোধ করা সম্ভব।”

রমজানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “প্রতিদিন পাঁচবার ওজু করতে মাত্র ৫০০ মিলিলিটার পানি যথেষ্ট, এমনকি প্রয়োজনে গোসল করতেও একই পরিমাণ পানি ব্যবহার করা সম্ভব।”

অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের প্রায় ৪০% জনগণ নিরাপদ পানির সুবিধা থেকে বঞ্চিত, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ মিলিয়ন মানুষকে প্রভাবিত করে। এমন পরিস্থিতিতে, পানির সাশ্রয় এবং বনায়ন উদ্যোগের গুরুত্ব আরও বেড়ে যায়। বনায়ন সম্পর্কিত তথ্য অনুযায়ী, বাংলাদেশে বনভূমি মোট ভূমির প্রায় ১৭.৪% (২.৬ মিলিয়ন হেক্টর) জুড়ে বিস্তৃত, যা দেশের জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে, বনাঞ্চল রক্ষার জন্য আরও কার্যকর উদ্যোগ গ্রহণের প্রয়োজন রয়েছে।

জলবায়ু পরিবর্তনের হুমকি আরও বাড়ার আগেই পানি সংরক্ষণের কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। নীতিগত পরিবর্তন, সামাজিক সচেতনতা ও ব্যক্তিগত দায়িত্ববোধের সমন্বয়ে বাংলাদেশসহ সারা বিশ্বকে এখনই পানির ভবিষ্যৎ রক্ষায় এগিয়ে আসতে হবে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ