
আমতলী(বরগুনা) প্রতিনিধি ঃ বরগুনার আমতলীতে মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এক বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার বৃহস্পতিবার রাতে। ভুক্তভোগী মোঃ মজিবর হাওলাদার লিখিত অভিযোগে বলেন,গত ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর আমতলী পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন
আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে বাদী হয়ে আমতলী থানায় মামলা করেন। ও-ই মামলায় আমার ছেলে মোঃ দোলনকে অজ্ঞাতনামা আসামি করে। মামলার চার্জশীট থেকে আমার ছেলের নাম বাদদিবে বলে আমার কাছ থেকে এক লাখ টাকা দাবি করেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জাকির হোসেন । আমি আনেক কষ্টে ৩৫ হাজার টাকা দিয়েছি। তবে বাকি ৬৫ হাজার টাকা দিতে না পারায় উক্ত মামলা থেকে আমার ছেলে দোলন কে চার্জশিট থেকে বাদ দেয়নি। জাকিরকে দেওয়া ৩৫ হাজার টাকা ফেরত চাইলে বিভিন্ন ধরনের হয়রানি সহ প্রাণনাসের হুমকি প্রদান করেন। তাছাড়া জাকির হোসেন দলীয় প্রভাব খাটিয়ে মামলার হুমকি দিয়ে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা নিয়েছেন। যার অনেক সাক্ষ প্রমাণ রয়েছে। জাকির হোসেনের ভয়ে এলাকার লোকজন আতঙ্কে বসবাস করছে। জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার দাবি করেন ভুক্তভোগী পরিবার। অভিযুক্ত জাকির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম বলেন এ ধরনের কোন অভিযোগ এখানো পাইনি অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।