
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ মিথ্যা অভিযোগে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমতলী পৌর শাখার যুগ্ম আহবায়ক ও পৌর যুবদলের আহবায়ক মো: জাকির হোসেন ।বৃহস্পতিবার (২০মার্চ) সন্ধ্যায় আমতলী জেলা পরিষদ ডাক বাংলো হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বিরুদ্ধে আওয়ামীলীগের দোষররা মিথ্যা,বানোয়াট অপপ্রচার.চালিয়ে যাচ্ছে। যারা বিএনপির অফিস ভাংচুর করেছে তাদের মধ্যে মজিবরের ছেলে দোলনও ছিল । অফিস ভাংচুরের ঘটনায় আমি
বাদী হয়ে আমতলী থানায় মামলা দায়ের করি । এরপর থেকেই তারা আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার শুরু করে ।তাদের সাথে যুক্ত আছে আমার ভাই হাফিজুর রহমান জাহিদ, যিনি ভূয়া সচিব পরিচয়ে অপকর্ম করার সময় পুলিশের হাতে গ্রেফতারও হয়ছেন। জমিজমা নিয়ে আমাদের পরিবারের মধ্যে মামলা রয়েছে। এসব কারনে আমার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ঘটনা সাজিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।এ ব্যাপারে অভিযুক্ত জাহিদ মিয়ার কাছে জানার জন্য একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।