ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব

লাকসামে ডাকাতীয়া নদীর ওপর সেতু নির্মাণ ধীরগতি: ঠিকাদারের গাফিলতির এলাকাবাসীর ভোগান্তি

রবিউল হোসাইন সবুজ (কুমিল্লা) লাকসাম প্রতিনিধি:

কুমিল্লার লাকসামে হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দন আর্চ সেতু নির্মাণ কাজ ধীরগতিতে চলছে।
ঠিকাদারের গাফিলতির কারণে এলাকাবাসীর ভোগান্তিতে।
উপজেলাবাসীর বহুল প্রত্যাশিত চুনাতীর সেতুটির কাজ মন্থর গতিতে চলায় দুর্ভোগে আছেন লক্ষাধিক জনসাধারণ ও মাল পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছে তারা। পৌরসভার ১-২-৪ নং ওয়ার্ল্ড এবং উপজেলার কান্দিরপাড় ইউনিয়ন চুনাতী মনোহরপুর গ্রামের হাজারো মানুষ এই ভোগান্তিতে আছে। তাদের অভিযোগ কার্যাদেশ পাওয়ার তিন বছর পরও ঠিকাদারি প্রতিষ্ঠান যথাসময়ে নির্মাণ কাজ শেষ করতে পারেনি এবং সেতুটির ৬০ ভাগ কাজও সম্পন্ন হয়নি।অফিস সুত্রে জানা যায়, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের লাকসাম উপজেলা ও পৌরশহরে ডাকাতীয়া নদীর ওপর রাজধানীর হাতিরঝিলের আদলে এই দৃষ্টিনন্দন সেতু নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। ২০২১ সালের ডিসেম্বর দিকে কাশেম ট্রেডার্স এন্ড দি নিউ ট্রেড লিংক নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এ ব্রীজটি নির্মাণের কার্যাদেশ পায়।
৪৩ মিটার দৈর্ঘ্য ও ৯.৩০ মিটার প্রস্থের সেতু নির্মাণের জন্য বরাদ্দের পরিমাণ ৭ কোটি ৩৭ লাখ ১১ হাজার ২৪৬ টাকা। তবে কার্যাদেশ পাওয়ার প্রায় তিন বছর পার হওয়া সত্ত্বেও চুনাতী-মনোহরপুর ডাকাতীয়া নদীর ওপর নির্মিত সেতুর মূল অবকাঠামোর ৬০ ভাগ কাজও শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
লাকসাম ছোট্ট চাঁদপুর গ্রামের বাবুল মজুমদার, ওমর ফারুক বলেন, ডাকাতিয়া নদীর উপর সেতুটির নির্মাণ কাজ ধীরগতিতে চলায় দীর্ঘ চার বছর ধরে জরাজীর্ণ বিকল্প সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পায়ে হেটে চলাচল করছে।যাতায়াত ও মাল পরিবহনে চরম ভোগান্তিতে পড়ছে তারা। এছাড়াও প্রতিদিন এলাকার বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে জরাজীর্ণ বিকল্প সেতু দিয়ে তাই সেতুটি দ্রুত নির্মাণ করা জরুরি।এ ব্যাপারে কাশেম ট্রেডার্স ঠিকাদার তাজুল ইসলাম বলেন, পুরোনো সেতু অপসারণ ও মালামাল- শ্রমিকের ঘরের জায়গা না থাকায় কাজের সময় লেগেছে, এছাড়া বর্ষাকালে নদীতে পানি আসার কারণে কাজ বাধাগ্রস্ত হয়। তাই সেতুর কাজ শেষ করতে কিছুটা বিলম্ব হচ্ছে।’ইতোমধ্যে সেতুটির প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। তাই চলতি বছরের জুনের মধ্যে সেতুটির কাজ সম্পন্ন করা হবে।

লাকসাম উপসহকারী প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, চুনাতী মনোহরপুর এলাকায় ডাকাতিয়া নদীর ওপর সেতুটির নির্মাণ কাজ ৭৫ শতাংশ শেষ হয়েছে। সেতুর দু’পাশের জায়গা জটিলতাসহ বিভিন্ন কারণে নির্মাণ কাজে কিছুটা বিলম্বিত হয়েছে। এছাড়া দেশের প্রেক্ষাপটের কারণে ঠিকাদার ও কাজের শ্রমিক ঠিকমত না থাকায় নির্মাণ কাজ বন্ধ ছিল। এখন চলমান আছে আশা করছি দু একমাসের মধ্যে নির্মাণ শেষ হবে।

শেয়ার করুনঃ