ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর
নড়াইলে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

পল্লবীতে সড়ক দখল করে বসা মেলায় পুলিশের উচ্ছেদ অভিযান,স্থানীয়দের স্বস্তি

রাজধানীর পল্লবী থানাধীন বাউনিয়াবাদে সড়ক দখল করে বসা মেলায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। বুধবার রাতে বাউনিয়াবাদের লালমাটিয়া মোড়ে হবে অবৈধভাবে বসা ঐ মেলায় পল্লবী থানা পুলিশ অভিযান চালায়। এতে করে ওই সড়ক ব্যবহারকারী ও স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছে।

সড়কে যানজট,বাড়ছে অপরাধ

স্থানীয়দের অভিযোগ,বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ছত্রচ্ছায়ায় কিশোর গ্যাং সদস্যরা এলাকায় প্রতিদিন দখলদারি,লুটপাট,চাঁদাবাজি ও সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এতে চুরি,ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। শত শত বাতি, নাগরদোলা ও রাইড চালানোর জন্য ব্যবহার করা হচ্ছে চোরাই বিদ্যুৎ। অভিযোগ রয়েছে,বিদ্যুৎ অফিসের কিছু অসাধু চক্রের সহযোগিতায় এই সংযোগ নেওয়া হয়েছে।

মেলা পরিচালনা কমিটির প্রধান কানা তাহের বলেন, “আমরা ডিসি ও ওসির অনুমতি নিয়ে মেলা করছি, বিএনপির লোকজনও এতে যুক্ত আছে।” মেলা চলবে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম বলেন, শুনেছি সারাবছর জুড়েই সড়ক দখল করে সেখানে মেলা চলে। স্থানীয়দের দুর্ভোগের কথা চিন্তা করে রাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

এদিকে পুলিশের উচ্ছেদ অভিযানের পর স্বস্তি প্রকাশ করেছে ওই রাস্তা দিয়ে চলাচলকারী ও স্থানীয় বাসিন্দারা। তারা বলছে,সড়ক দখল করে মেলাটি বসানোর ফলে এতোদিন তাদের জনজীবন চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। রাস্তা বন্ধের পাশাপাশি মেলার আড়ালে চললো মাদকের রমরমা ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও নারীদের হয়রানির মতো নানা অপরাধমূলক কর্মকাণ্ড। অবশেষে উচ্ছেদ অভিযানের ফলে তারা শান্তিতে বসবাস ও চলাচল করতে পারবে।

স্থানীয় সূত্রে জানা গেছে,ওই মেলার কারণে প্রতিদিন দুপুর গড়িয়ে বিকাল হতেই ব্যস্ততম কালসি মোড়, লালমাটিয়া মোড়,শেখ কামাল চোরাই মোবাইল মার্কেট, নাভানা টাওয়ার,মিরপুর ১১ পর্যন্ত রাস্তা কার্যত অচল হয়ে পড়ত। শুধু তাই নয়,মেলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারসহ সন্ধ্যার পর সেখানে মাদক কেনাবেচাও চলতো।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ