ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল

খিলক্ষেতে পুলিশের উপর হামলার করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৪ থেকে ৫ হাজার জনকে আসামী করে মামলা

রাজধানীর খিলক্ষেত এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও সেই যুবকের ওপর সরাসরি হামলায় জড়িত চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন।

পুলিশ জানিয়েছে, খিলক্ষেতের ঘটনায় পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় অজ্ঞাত চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। আর সজীব ও ইউসুফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলার একমাত্র আসামি রবিউল ইসলাম ওরফে জান মিয়া।

পুলিশ জানায়, খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়রা মারপিট করছে- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই যুবককে আটক করে থানায় আনার সময় খিলক্ষেত বাজার এলাকায় মব সৃষ্টি করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) মো. মঞ্জুরুল হাসান ও খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সেখানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এক পর্যায়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ ৭ পুলিশ সদস্যও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ বলছে, এটি ধর্ষণ কিনা এখনো আমরা নিশ্চিত নই। তবে শিশুটির বাবা মামলা করেছেন। সেই যুবক এ ঘটনায় জড়িত কিনা তা তদন্তের পর জানা যাবে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ