
রাজধানীর খিলক্ষেত এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশের কাছ থেকে কেড়ে নিয়ে গণপিটুনির ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ও সেই যুবকের ওপর সরাসরি হামলায় জড়িত চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। এছাড়া এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ মার্চ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি কামাল হোসেন।
পুলিশ জানিয়েছে, খিলক্ষেতের ঘটনায় পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। সেই মামলায় অজ্ঞাত চার থেকে পাঁচ হাজার জনকে আসামি করা হয়েছে। আর সজীব ও ইউসুফ নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে, ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৮ মার্চ) রাতে একটি ধর্ষণ মামলা করেন। সেই মামলার একমাত্র আসামি রবিউল ইসলাম ওরফে জান মিয়া।
পুলিশ জানায়, খিলক্ষেত মধ্যপাড়া এলাকায় এক ধর্ষককে স্থানীয়রা মারপিট করছে- এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ওই যুবককে আটক করে থানায় আনার সময় খিলক্ষেত বাজার এলাকায় মব সৃষ্টি করে পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) মো. মঞ্জুরুল হাসান ও খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন সেখানে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এক পর্যায়ে অভিযুক্ত যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়ে খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) আশিকুর রহমান আশিকসহ ৭ পুলিশ সদস্যও কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ বলছে, এটি ধর্ষণ কিনা এখনো আমরা নিশ্চিত নই। তবে শিশুটির বাবা মামলা করেছেন। সেই যুবক এ ঘটনায় জড়িত কিনা তা তদন্তের পর জানা যাবে।
ডিআই/এসকে