ঢাকা, শুক্রবার, ১১ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বদলে যাচ্ছে পুলিশের লোগো,বাদ পড়ছে নৌকা
মডেল মেঘনা আলমকে অপহরণের অভিযোগ সঠিক নয়,রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে গ্রেফতার: ডিএমপি
অবশেষে হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৫, আয়োজনে কাটছাঁট
সারাদেশে সেনা অভিযানে ৭ দিনে গ্রেফতার ৬০৮
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাদ্দাম গ্রেফতার
আমতলীতে পরীক্ষার হলে না গিয়ে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে অনশন
ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে গরু বিতরণ স্থগিত
মোরেলগঞ্জে দ্বি-বার্ষিক সম্মেলনকে ঘিরে ফরিদ-মিলন প্যানেলের গণসংযোগ
দুলালপুর উচ্চ বিদ্যাঃ প্রথম দিনের এসএসসি পরীক্ষায় উপস্থিত ৩৮৯, অনুপস্থিত-১০
পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির আয়োজনে ইসরাইলবিরোধী বিক্ষোভ মিছিল
নাইক্ষ্যংছড়িতে এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে শুরু, প্রথম দিন অনুপস্থিত ১৭
বিএসএফ কর্তৃক বাংলাদেশি যুবক হত্যার ঘটনায় ইসলামী যুব আন্দোলনের তীব্র নিন্দা
আত্রাইয়ে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা গ্রহণ
হোমনায় টিসিবি’র পণ্য সামগ্রী বিতরণ
কনটেন্ট ক্রিয়েটর ‘ক্রিম আপা’ গ্রেফতার

পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন মূল ক্যাম্পাসে রাখার দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

পিরোজপুর জেলা প্রতিনিধি : পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন মূল ক্যাম্পাসে রাখার দাবীতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের সামনে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেয়। পরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেয়া হয়।স্মারকলিপিতে বলা হয়, ঐতিহ্যবাহী ১শত ১৫ বছরের পুরাতন পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে একটি নতুন একাডেমিক ভবন নির্মানের অনুমোদন দেয়া হয়েছে। প্রতিটি স্কুল সমুহে শিক্ষক স্বল্পতার কারনে বর্তমান সরকার ঘোষিত স্কুল সমুহে শিফট প্রথা বাতিল করে একটি শিফটে স্কুল চালানোর জন্য নতুন নতুন ভবন নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় পিরোজপুরে দুটি সরকারী বিদ্যালয়ে ৬ তলা বিশিষ্ট দুটি ভবন নির্মানের অনুমোদন দেয়া হয়।পিরোজপুর সরকারী বালক বিদ্যালয়ের ৬ তলা ভবনটি নির্মানের জন্য শিক্ষা প্রকৌশল বিভাগ সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের দাবী উপেক্ষা করে পুরাতন জেলখানার পিছনে জঙ্গলের মধ্যে নতুন একাডেমিক ভবন নির্মানের উদ্যোগ নেয়। যেখানে ইতিমধ্যে কয়েক লাখ টাকা খরচ করে সয়েল টেস্টও সম্পন্ন করেছে তারা।মানববন্ধনে বক্তারা বলেন, মুল ক্যাম্পাসের বাইরে নতুন ভবন নির্মান হলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শ্রেনি পাঠ, ও শৃঙ্খলাসহ নানাবিধ সমস্যা হতে পারে। তাদের দাবী বিদ্যালয়ের মুল ভবনের পশ্চিম পাশের মসজিদ সংলগ্ন পরিত্যাক্ত ঝুকিপূর্ণ ভবনটি অপসারন করে সেখানে নতুন ভবন নির্মান করা হোক। এতে করে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম গতিশীল হবে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। এ ছাড়া মূল ক্যাম্পাসের ভিতর জরাজীর্ণ পরিত্যাক্ত ভবন থাকলে সেখানে মাদকের আস্থানা তৈরী সহ নানাবিধ অসামাজিক কার্যক্রমের সম্ভাবনা রয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষার্থী সহকারী অধ্যাপক মো. মঞ্জুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিম, সাংবাদিক খালিদ আবু,মিজানুর রহমান, প্রাক্তন শিক্ষার্থী সাদী মো: হিমেল।বক্তারা বলেন, এই ঈদের মধ্যে সঠিক সিদ্ধান্ত না নিলে ঈদের পরে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অভিভাবকদের নিয়ে বৃহৎ কর্মসুচি গ্রহনে বাধ্য হবে।

শেয়ার করুনঃ