ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজধানীতে আ. লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
বোদায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার

চুক্তির টাকা কম হওয়ায় ৯৯৯ কল, ছাত্রদল নেতাদের নামে ধর্ষণ মামলা :অতঃপর গ্রেফতার

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ইউনিয়নে ছাত্রদলের দুই নেতাসহ চার যুবক এক তরুণীকে ধর্ষণের অভিযোগে আটক হয়েছে। তবে, এই ঘটনার পেছনে চমকপ্রদ একটি দাবি উঠে এসেছে তরুণীর সোশ্যাল মিডিয়ার ভিডিও থেকে। ভিডিওতে তরুণী জানান, তিনি ৪ হাজার টাকার চুক্তিতে চার পুরুষের সাথে যৌনমিলন করেছিলেন, তবে চুক্তির পূর্ণ টাকা না পাওয়ায় তিনি প্রতিবাদ জানান এবং ৯৯৯ নম্বরে ফোন করে থানায় অভিযোগ করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তা নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

গদখালি বাজারের এক নির্জন স্থানে অভিযুক্ত চারজন তরুণীকে কৌশলে ফাঁদে ফেলে এবং সেখানে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে, তরুণী ৯৯৯ ফোন সেবা ব্যবহার করে অভিযোগ করেন। পুলিশ এই অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের আটক করে। আটককৃতদের মধ্যে গদখালি ইউনিয়ন ছাত্রদলের দুই নেতা আব্দুল আল মামুন বাপ্পি ও ইয়াসিন আরাফাতসহ আরও দুই জন রয়েছে।

তবে, ভিডিওতে তরুণী দাবি করেন, এই শারীরিক সম্পর্কটি একটি চুক্তির মাধ্যমে হয়েছিল, যেখানে তিনি ৪ হাজার টাকার বিনিময়ে চার পুরুষের সাথে যৌনমিলন করতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে তাকে ৫০০ টাকা দেওয়া হয়, যা তিনি মেনে নিতে পারেননি এবং ৯৯৯ নম্বরে ফোন করে প্রতিবাদ জানান।

চুক্তির চার হাজার টাকা না দেওয়ায় ধর্ষণের অভিযোগ: তরুণীর ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, তরুণী যেহেতু যৌন কর্মের সাথে যুক্ত ছিলেন, তাহলে তার অভিযোগ কি সত্যি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে, অনেকেই বলছেন, যে পরিস্থিতিতে তিনি পড়েছিলেন, সে অনুযায়ী তার অভিযোগের গুরুত্ব রয়েছে এবং তা সঠিক তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে, জেলা ছাত্রদল অভিযুক্ত দুই নেতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি জানিয়েছেন, এই ধরনের অপরাধে জড়িতদের ছাত্রদলে কোনো স্থান নেই। ছাত্রদলের নাম ব্যবহার করে অপরাধ করলে তার দায় সংগঠন নেবে না। অভিযুক্ত দুই নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ