
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ ধারাবাহিকভাবে অব্যাহত আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আটটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, ২৯ নভেম্বর সকাল ৬টা থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত আটটি যানবাহনে আগুন লাগানো সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, রাজশাহী একটি, বগুড়ায় একটি, কুমিল্লায় তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ঘটনায় একটি কনটেইনার, পাঁচটি বাস ও দু’টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও ৬৮ জন জনবল কাজ করে।
গত ২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৩৬টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
ডিআই/এসকে