ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান
ছাত্র আন্দোলনে হত্যা মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেফতার
‘ভাই’ সম্বোধন করায় সাংবাদিককে সাবেক সেনা কর্মকর্তার হুমকি
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

খিলগাঁওয়ে চালককে জিম্মি করে ছিনিয়ে নেওয়া প্রাইভেটকারসহ দুজন গ্রেফতার

রাজধানীর খিলগাঁও থেকে চালককে জিম্মি করে ছিনিয়ে নেওয়া ৪৯ লাখ টাকা মূল্যের প্রাইভেটকার উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ।

সোমবার দিনগত রাত পৌনে ৩টার দিকে খিলগাঁও থানাধীন ত্রিমোহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-নাজমুস সালেহীন (২৮) ও মো. সুমন (২৬)।

এর আগে সোমবার দুপুরে চালককে জিম্মি করে প্রাইভেটকারটি ছিনিয়ে নেয় ওই ছিনতাইকারীরা। পরে খিলগাঁও থানায় প্রাইভেটকারটির মালিকের করা অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযানে নেমে প্রাইভেটকার উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার(১৮ মার্চ) সকালে এ তথ্য নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তির মোবাইল নম্বর থেকে ভাড়ায় প্রাইভেটকারচালক সিরাজুল ইসলামের ফোনে কল আসে এবং বলা হয় তারা খিলগাঁও ফ্লাইওভারের ঢাল থেকে মোস্তমাঝির মোড় সংলগ্ন গ্রিন সিটিতে যাবে। পরে ওখান থেকে গুলশানে যাবে এবং ভাড়া হিসেবে ৪ হাজার ৫০০ টাকা দেবে।

চুক্তি অনুযায়ী ড্রাইভার সকাল ১১টা ৪৫ মিনিটে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে গেলে একজন অজ্ঞাতনামা (যিনি ড্রাইভারকে ফোন করেছিল) গাড়িতে ওঠে। কিছুদূর যাওয়ার পর অন্য আরেকজন অজ্ঞাতনামা গাড়িতে উঠে খিলগাঁও থানাধীন নন্দিপাড়া শেখের জায়গা ব্রিজ সংলগ্ন গ্রিন সিটি বালুর মাঠে যেতে বলে। সেখানে যাওয়ার পর তারা বলে যে, এখানে তাদের প্লট আছে, তা পরিমাপ করে গুলশানে যাবে। সেখানে তাদের সঙ্গে আরও একজন যোগ দেয়। তারা কিছুক্ষণ একে অপরের সঙ্গে কথাবার্তা শেষে ১২টার দিকে প্রাইভটকারে ওঠে এবং গরম লাগছে বলে চালককে এসি ছাড়তে বলে।

এসময় চালক সিরাজুল গাড়িতে উঠে এসি চালানোর সঙ্গে সঙ্গে তারা তাকে জিম্মি করে তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নিয়ে যায়। পরে দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে চালককে খিলগাঁও থানাধীন নন্দীপাড়া ব্রিজের পাশে নামিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় গাড়িটির মালিক সাইফুল ইসলাম (৫২) খিলগাঁও থানায় মামলা করেন। পরে রাত ৩টা ৪৫ মিনিটের দিকে খিলগাঁও থানাধীন ত্রিমোহনী বাসস্ট্যান্ড এলাকা থেকে গাড়িটি উদ্ধারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

তবে এসময় পুলিশ দেখে সিগন্যাল অমান্য করে গাড়ি নিয়ে পালানোর সময় পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পলাতক আরেকজনকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানানো হয়।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ