ঢাকা, সোমবার, ১৯শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না’
মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান:পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৪৪
ভারতের নিষেধাজ্ঞায় আখাউড়া স্থলবন্দর অচল অবস্থায়
নড়াইল জেলা বিএনপির সভাপতি সহ অন্য নেতৃবৃন্দের নামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মধুখালীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত যুবকের মৃত্যু
পরিচয় মিলেছে নড়াইলে রেললাইনের পাশে পড়ে থাকা রক্তাক্ত মরদেহটির
৩৪তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মাহী, সম্পাদক জুয়েল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল মেঘনা নদীর ভাঙনে দিশাহারা কয়েক’শ পরিবার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভায় সড়কে ময়লা ফেলে পরিবেশ দূষণ
১৭ পুলিশ সুপারকে বদলি
রাজধানীতে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও ১৬ সদস্য গ্রেফতার
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪১৫
মামলা থাকায় গ্রেফতার নুসরাত ফারিয়া বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
বিমান শ্রমিক লীগের সহ-সম্পাদক বুলু গ্রেফতার
ডিআরইউতে বায়রার সংবাদ সম্মেলন ঘিরে হট্রগোল, মারধোর

বোয়ালমারীতে ক্রিকেট টুর্ণামেন্ট খেলা নিয়ে দু’দলের খেলোয়াড়দের সংঘর্ষে আহত ২

আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে ডা. ইলিয়াস মোল্লা ৮ দলীয় ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি ও চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এর মধ্যে সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আব্বাস বিশ্বাসের ছেলে আমানউল্লাহ বিশ্বাস (২২), ও একই গ্রামের আবুল খায়ের বিশ্বাসের ছেলে খালিদ বিশ্বাস(১৯) গুরুতর আহত হয়ে স্থানীয় হাপাতালে চিকিৎসা নিচ্ছেন।শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার সৈয়দপুর বাজার সংলগ্ন প্রাইমারী স্কুল মাঠে এ ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় দুই দলের খেলোয়াড়দের সাথে সংঘর্ষ হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, একদিন ব্যাপী ডা. ইলিয়াস মোল্লা ক্রিকেট টুর্ণামেন্ট খেলার আয়োজন করেন উপজেলা জামায়াত ইসলামী নেতাকর্মী। ৮ দলীয় এ খেলায় একই ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চালিনগর নিচু পাড়া গ্রামের ক্রিকেটারদের দলে বাহির থেকে একজন খেলোয়াড় অংশ গ্রহণ করে। এসময় ৫ নং ওয়ার্ডের ক্রিকেটাররা ওই খেলোয়াড়কে নিয়ে আপত্তি তোলে। এই তুচ্ছ ঘটনা নিয়ে দুই দলের খেলোয়াড়দের তর্কাতর্কি হয়ে এক পর্যায় মারামারিতে গড়ায়।

ক্রিকেট টুর্ণামেন্ট খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. মো. ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাও মো. শহিদুল ইসলাম, সদর ইউনিয়ন রোকন কফিল উদ্দিন বিশ্বাস।

উপজেলা জামায়াতের আমির মাও. মো. শহিদুল ইসলাম বলেন, যোহরের নামাজ পড়তে গেলে এসে শুনি দুই দলের খেলোয়াড়দের মারামারি হয়েছে। দুই জন খেলোয়াড় আহত হয়েছে। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। এটা আসলে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মাহমুদুল হাসান বলেন, এ বিষয়ে এখনো কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ