ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিরামপুরে দুই শিশুকে ধর্ষণের চেষ্টা: গ্রেপ্তার-১

মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার বিরামপুরে টিভি দেখার প্রলোভন দেখিয়ে সাত বছরের দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশি একজনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশি মমিনুর ইসলাম (৫৪) কে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামে।বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মমতাজুল হক।

গ্রেফতারকৃত মমিনুর ইসলাম (৫৪) বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত: আইয়ুব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গত মঙ্গলবার (১১মার্চ) সন্ধ্যায় টিভি দেখার কথা বলে মমিনুর ইসলাম (৫৪) হাত ধরে প্রতিবেশির সাত বছরের দুইশিশুকে ডেকে তাঁর নিজের ঘরে নিয়ে যায় এবং ঘরের জানালা দরজা লাগিয়ে দেয় অভিযুক্ত মমিনুর ইসলাম (৫৪)। একপর্যায়ে সাত বছরের ওই দুইশিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাঁদের পায়জামা খুলে তাঁদের জোর পূর্বক ধর্ষণ করার চেষ্টা করে। ভয়ে ওই দুইশিশু চিৎকার করলে অভিযুক্ত তাঁদের হুমকি দেয়, যদি এবিষয়ে কাউকে কিছু বলে তাহলে গলা চেপে মেরে ফেলবে। পরে ওই দুইশিশু মায়ের কাছে এসে কান্নাকাটি করে, তাদের মা জিজ্ঞেস করলে তারা ঘটনার বর্ণনা দেয়। বিষয়টি ধীরে-ধীরে জানাজানি হলে অভিযুক্ত সু-কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনায় বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় মামলা হয়েছে। মামলা নং-১১, তাং-১২/০৩/২৫ইং। মামলার পর বিরামপুর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত মমিনুর ইসলাম (৫৪) কে গ্রেফতার করে। বর্তমানে ওই দুইশিশু দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন আছে।এ বিষয়ে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত মমিনুর ইসলামকে গ্রেফতার করে বুধবার (১২ মার্চ) সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ