
লক্ষ্মীপুর বাসটার্মিনাল এলাকায় অক্ষয় ষ্টোর ও জামাল বেকারিতে নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জামশেদ আলম রানার নেতৃত্বে
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, লক্ষ্মীপুর কর্তৃক অভিযান পরচালনা করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
এই অভিযানে অক্ষয় ষ্টোরে অনিবন্ধিত অবস্থায় নিন্মমানের ভেজাল শিশু খাদ্য,নকল চাষি ভাই চাউল,বর্ণফুল লাচ্ছি সেমাইসহ বিপুল ভেজাল খাদ্যদ্রব্য মজুদ,সরবরাহ ও বিক্রির অভিযোগ প্রমানিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে প্রতিষ্ঠানের মালিক আকাশ চন্দ্র সাহাকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারায় ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা
এবং জামাল বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে অবহেলা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা করেন
ডা.সুমধু চক্রবর্ত্তী, জেলা নিরাপদ খাদ্য অফিসার, লক্ষ্মীপুর সার্বিক সমন্বয়ে পরিচালিত উক্ত অভিযানে প্রসিকিউটর মুহাম্মদ আবদুল্লা হিল হাকিম, স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, লক্ষ্মীপুর পৌরসভা সহ তাজুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক,
লক্ষ্মীপুর সদর, রিয়াজ উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক, কমলনগর এবং লক্ষ্মীপুর সেনা ক্যম্পের একজন কর্মকর্তার নেতৃত্ব একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
জনস্বার্থে এই ধরনের নিম্নমানের ও ভেজাল খাদ্যপণ্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে।