ঢাকা, শনিবার, ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সারাদেশে পুলিশের অভিযানে গ্রেফতার ২২৭১
পাঁচবিবিতে হত্যা মামলার আসামী মাদক সম্রাট আপেল গ্রেফতার
কয়রায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পাঁচ বছরে শিশু আবু বক্কর: মানবিক সহায়তা চায় পরিবার
ভূরুঙ্গামারীতে নাশকতা মামলায় ইউপি সদস্যসহ গ্রেফতার ৩
ব্রাহ্মণবাড়িয়ায় আড়াই কোটি টাকার ভারতীয় পশুসহ গ্রেপ্তার ১
লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলায় আ.লীগের ২১জন নেতাকর্মী গ্রেপ্তার
কালীগঞ্জে প্যানেল মেয়রসহ আ’লীগের ১০ নেতাকর্মী আটক
বকশীগঞ্জে পুলিশি অভিযানে আ’লীগের উপ দপ্তর সম্পাদক সহ আটক – ৪
বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্বেচ্ছাচারিতার নতুন অধ্যায়: বিজয়-২৪ হলে ভিসির একচেটিয়া নিয়োগে তোলপাড়
ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ১৩ ‘শ ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
যুগোপযোগী ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করলো হাইওয়ে পুলিশ
সাহসিকতার পুরস্কার পেলেন ট্রাফিক সার্জেন্ট রাজিব বর্মন
জয়পুরহাটে হত্যা চেষ্টা ও অস্ত্র মামলার চার আসামি ফরিদপুরে গ্রেফতার
চলমান তাপদাহে সুস্থ থাকতে একগুচ্ছ পরামর্শ ডিএনসিসি প্রশাসকের
ডেমরায় ৮ লক্ষাধিক টাকার জালনোটসহ গ্রেফতার ২

রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতির অভিযোগ

জমিবন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটিইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে ২৭০কোটি টাকা আত্মসাৎ করেছেনরংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। জালিয়াতি করে ব্যাংকের নিকটবন্ধকী থাকা সেই জমিও২০২২ সালের বিক্রি করে দিয়েছেন তিনি।ফলে, বিপাকে পড়েছেন ব্যাংক ও জমির ক্রেতাউভয়।

বুধবাররাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোটার্স এসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনএসব কথা বলা হয়।আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পক্ষথেকে এ সংবাদ সম্মেলনআয়োজন করা হয়।

সংবাদসম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনকরে সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. সূফি সাগরসামস বলেন, গত জুন মাসেজালিয়াতির মাধ্যমে বিক্রি করা জমির দলিলবন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটিইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে রংধনুগ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম জনগণের ২৭০ কোটি টাকাআত্মসাৎ করেছেন। অথচ রফিকুল ইসলাম২০২২ সালের শেষ দিকে এসবজমি বিক্রি করে দেন। ঋণেরটাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে, তাকিছুই জানে না ব্যাংককর্তৃপক্ষ। ব্যাংক থেকে তিন দফায়এসব অর্থছাড় করা হলেও প্রথমও দ্বিতীয় কিস্তির টাকা কোথায় বিনিয়োগহয়েছে সেই তথ্য নিশ্চিতনা হয়ে অনৈতিকভাবে ঋণেরতৃতীয় কিস্তির অর্থছাড় করেছে ব্যাংক। একটি সংঘবদ্ধ চক্রঅব্যাহতভাবে জনগণের রক্ষিত ব্যাংকের টাকা লুট করেযাচ্ছে। দেশ বিরোধী এইঅপকর্ম অনতিবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন।

রফিকুলইসলামের অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতি ও অর্থ আত্মসাতেরঅভিযোগ দ্রুত অনুসন্ধান ও বিচারের দাবিজানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সকলকে আইনি পদক্ষেপ নেওয়ারজোর দাবি জানানো হয়।

ড. সূফি সাগর সামস বলেন, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকও তার ছেলে মেহেদীহাসান দীপু, কাউসার আহমেদ অপু ও মালিহাহোসেন জোয়ার সাহারা, ভাটারা ও গুলশান মৌজার৩৩৭ দশমিক ৫৯ শতাংশ জমিবন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটিইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে ২৭০কোটি ঋণ নিয়েছেন। এরমধ্যে ভাটারা মৌজার ৪টি প্লটে রফিকুলইসলামের বিক্রি করে দেওয়া ৯৩দশমিক ৮৭ শতাংশ জমিওরয়েছে। তিনি বলেন, রফিকুলইসলামের ভাটারা মৌজার ই ব্লকের ৪৮২, ৪৮৩, ৪৮৪, ৪৮৭, ৪৮৮ও ৪৮৯ প্লটের ২৮দশমিক ১৩ শতাংশ, ৫০৭, ৫০৮, ৫১১ ও ৫১২প্লটের ১৫ দশমিক ৫৩শতাংশ, ৫৩০, ৫৩১, ৫৩২, ৫৩৩, ৫৩৪ ও ৫৩৫প্লটের ২২ দশমিক ৭০শতাংশ, ৫৫১, ৫৫২, ৫৫৬, ৫৫৭ ও ৫৫৮ প্লটের২৭ দশমিক ৫১ শতাংশ জমিরয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, এইজমি ২০২২ সালের ১৮এপ্রিল সোশ্যাল ইসলামী ব্যাংকে বন্ধক রেখে ঋণ নিলেওরফিকুল ইসলাম তা পরিশোধ করেদেন একই বছরের ২৯সেপ্টেম্বর। এসব জমির মধ্যে৪৮২, ৪৮৩, ৪৮৪, ৪৮৭, ৪৮৮ ও ৪৮৯ প্লটের২৮ দশমিক ১৩ শতাংশ ও৫৩০, ৫৩১, ৫৩২, ৫৩৩, ৫৩৪ ও ৫৩৫ প্লটের২২ দশমিক ৭০ শতাংশ আবুলকাশেম গংদের কাছে বিক্রি করেদেন রফিকুল ইসলাম। এ ছাড়া ২০২২সালের ২১ নভেম্বর ৫৫১, ৫৫২, ৫৫৬, ৫৫৭ ও৫৫৮ প্লটের ২৭ দশমিক ৫১শতাংশ জমি বিক্রি করেনইমরান করিমের কাছে। ২০২২ সালের ২৩ফেব্রুয়ারি তামান্না সুলতানার কাছে ৫০৭, ৫০৮, ৫১১ ও ৫১২ প্লটের১৫ দশমিক ৫৩ শতাংশ জমিবিক্রি করে দেন রফিকুলইসলাম। এ ছাড়া আবুলকাশেম গংদের মালিকানাধীন ২৮ দশমিক ১৩শতাংশ এবং তামান্না সুলতানারনামে ১৫ দশমিক ৫৩শতাংশ জমির মালিকানা পরিবর্তনহয়েছে চলতি বছরের ৩১জানুয়ারি। এ ছাড়াও আবুলকাশেম গংদের মালিকানাধীন ২২ দশমিক ৭০শতাংশের আরেকটি প্লটের মালিকানা পরিবর্তন হয়েছে চলতি বছরের ১৯মার্চ।

ড. সূফি সাগর সামস বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বসুন্ধরা শাখা অবৈধভাবে ঋণদেওয়া জমিতে বর্তমানে অন্য কোম্পানি ওমালিকের সাইনবোর্ড ঝুলছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রফিকুল ইসলামের বন্ধক দেওয়া ৪টি প্লটের মালিকানারবিষয়ে গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) নিশ্চিত করেছে

শেয়ার করুনঃ