ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরসরাইয়ে স্বপ্নের খৈয়াছড়া’র কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহেদ সম্পাদক নুর আহমেদ
কুষ্টিয়ায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ছবির শেখকে গণপিটুনি
দেহ ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে ও পুড়িয়ে দিলেন এলাকাবাসী
আত্রাইয়ের আকাশ থেকে পড়ল বিরল আকৃতি’র শীলা
ফেনী নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অর্ধদিনব্যাপী সাড়াশি অভিযান
নওগাঁ-ঢাকা বাস কাউন্টারে প্রশাসনের ভ্রাম্যমাণ টিমের অভিযান
নবীনগরের সাংবাদিক গোলাম মোস্তফার ইন্তেকাল
ব্রাহ্মণবাড়িয়ায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ১১ সদস্যের কমিটি গঠন
বোয়ালমারীতে গৃহবধূর আত্মহত্যা,নিহতের পরিবারের দাবি খুন
বিস্ফোরক আইনের মামলায় মাদ্রাসার অধ্যক্ষ গ্রেফতার
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব

রমজান মাস উপলক্ষে আদিবাসী নারীর দোকানে পণ্য ক্রয়ে মুল্য ছাড়, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত

আল আমীন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে ক্লোডিয়া নকরেক কেয়া নামের এক গারো আদিবাসী নারী গরীব, অস্বচ্ছল ও অসহায় রোজাদারদের জন্য তার দোকানের নিত্যপণ্য বিক্রিতে বিশেষ মুল্য ছাড় দিয়েছেন। রোজার দিনে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে জিনিসপত্রের দাম যখন বাড়িয়ে দেয়। ঠিক এমন সময়ে গারো আদিবাসী নারী উদ্যোক্তার তার দোকানের পণ্যের দাম কমে বিক্রি করছেন। নিভৃত পল্লীতে প্রথম রোজা থেকেই এই কাজ করে যাচ্ছেন তিনি। তার এই ব্যতিক্রমী মানব কল্যাণমুলক কাজে সন্তুষ্ট হয়েছেন ক্রেতা সাধারণ ও এলাকাবাসী।

উপজেলার নয়াবিল ইউনিয়নের কয়ড়া আন্ধারুপাড়া গ্রামের নাকুগাঁও-নালিতাবাড়ী মহাসড়কের পাশে “মিষ্টি ডিপার্টমেন্টাল স্টোর” নামে তার ওই দোকানটি অবস্থিত। এ সম্পর্কে তিনি তার ফেসবুক প্রোফাইলের ওয়ালে লিখেন, “সবাই যখন দাম বাড়ায়, আমি তখন কমিয়ে দিলাম”। তার লিখা এই পোস্টটি ফেসবুকে ব্যাপক সারা পায়।

সরেজমিনে দেখা যায়, সুন্দর চকচকে, মনোরম, পরিচ্ছন্ন ও গোছানো পরিবেশে বিভিন্ন ফুলের গাছ দিয়ে সাজানো দোকানটি। তারই সামনে বড় বড় অক্ষরে ব্যানারে লিখা “মিষ্টি ডিপার্টমেন্টাল স্টোর”। পবিত্র রমজান মাস উপলক্ষে এখানে লাভ ছাড়া ক্রয় মূল্যের চেয়েও কম দামে দ্রব্য্য সামগ্রী বিক্রি করা হচ্ছে। দরিদ্র অসচ্ছল পরিবারের কথা বিবেচনা করে এই বিশেষ উদ্যোগটি নিয়েছেন তিনি। দোকানের ভেতরে দ্রব্য মূল্যের তালিকা টানিয়ে রাখা হয়েছে। সেই তালিকা দেখে ক্রেতারা জিনিস কিনতে পারছেন।

ক্ষুদ্র ব্যবসায়ী ও নারী উদ্যোক্তা ক্লোডিয়া নকরেক কেয়া খ্রিস্টান ধর্মাবলম্বী গারো আদিবাসী সম্প্রদায়ের মানুষ হয়েও রমজান মাস উপলক্ষে মুসলমানদের জন্য গ্রহন করেছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। তার দোকানে চাল, ডাল, ডিম, আলু, পেঁয়াজ, রসুন, ছোলা ও খেজুর থেকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মুল্য ছাড়ে বিক্রি করা হচ্ছে।

বছর ঘুরে রোজার মাস আসলে দেশের এক শ্রেণির অসাধু ব্যাবসায়ীরা জিনিসপত্রের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। যা সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য খুবই কষ্টের কারন হয়ে দাড়ায়। অথচ পৃথিবীর অন্যান্য মুসলিম দেশে জিনিসের দাম কমিয়ে দেয়। ব্যাবসায়ীদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যে তিনি এই উদ্যোগ নিয়েছন। এই সুবিধা পাচ্ছেন মুসলিম সম্প্রদায়সহ সকল ধর্মের মানুষ।

ওই দোকানে জিনিস ক্রয় করতে আসা হাতেম আলী (২২) বলেন, আদিবাসী কেয়া নকরেকের এই মহতি উদ্যোগটি অসাধারণ ভালো লেগেছে। যেখানে আমরা মুসলমান ব্যাবসায়ীরা করিনি। সেটি কেয়া আপা অন্য ধর্মের মানুষ হয়েও এই মানবিক কাজটা করেছেন।

ক্রেতা নুরভক্ত (৪০) বলেন, আমরা গরীব মানুষ অন্যের কাজ করে সংসার চালাই। রোজার মাস উপলক্ষে এই দোকান থেকে কম টাকায় জিনিসপত্র কিনতে পারছি। বাজারের তুলনায় অনেক কম দামে পাওয়া যাচ্ছে। এতে আমরা খুব খুশি।

অপরক্রেতা জামেলা বেগম (৩৫) বলেন, “আমগোর লাইজ্ঞা এইডা খুব ভালা হইচে। বাজারে জিনিসের দাম বেশি নেয়। এন্তে কিনলে আমরা অনেক কম দাম পাই।”ভিন্ন ধর্মাবলম্বী হয়েও কেনো তিনি এমন উদ্যোগ নিলেন এমন প্রশ্নে ক্লোডিয়া নকরেক কেয়া বলেন, জিনিসপত্রের কম মুল্য পেয়ে রোজার মাসে আমাদের গরীব, অসচ্ছল ও খেটে খাওয়া মানুষেরা যেন রোজা রাখতে পারে একটু উপকৃত হয় সেজন্য মানবিক দিক বিবেচনায় আমি এই উদ্যোগটি নিয়েছি। আমি আমার দোকানে বর্তমান বাজারের খুচরা মূল্যের চেয়ে কেজিতে ৫ থেকে ৮ টাকা কমে জিনিস বিক্রি করছি। মানুষ প্রথমে এটি বিশ্বাস করেনি। কিন্তু এখন জিনিসপত্র ক্রয় করতে উৎসাহিত হচ্ছন। আমি নিজেও একজন ক্ষুদ্র ব্যবসায়ী। আমার মতো মানব সেবায় রোজার মাসে সকল ব্যবসায়ীর এমন উদ্যোগ গ্রহন করা উচিত। পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম চালু রাখবেন বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুনঃ