ঢাকা, বৃহস্পতিবার, ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বায়তুন নুর ফাউন্ডেশনে মাধ্যমে ফ্রি ওমরাহ পালনের সুযোগ
ফেসবুক আইডি থেকে মিথ্যা অপপ্রচার,প্রতিবাদে বিএনপি নেতার সাংবাদিক সম্মেলন
ঝালকাঠিতে কেন্দ্র সচিবসহ ৯ শিক্ষককে অব্যাহতি, ১২ পরীক্ষার্থী বহিষ্কার
মোরেলগঞ্জ পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
আলোচিত টিপকাণ্ড: লতা সমাদ্দার ও ১৬ শোবিজ তারকার বিরুদ্ধে মামলা
জনসচেতনতা সৃষ্টির মাধ্যমেই চোরাচালান বন্ধ সম্ভব:-নাইক্ষ্যংছড়িতে আইনশৃঙ্খলা সভায় ইউএনও
পটুয়াখালী মেডিকেল ক্যাম্পাসে নিরাপত্তা-ডা.শামিম আল আজাদের বরখাস্ত প্রত্যাহারের দাবীতে মানববন্ধন
ফু-ওয়াং ফুডসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও তার দুই মেয়ের বিরুদ্ধে মামলা
গাইবান্ধায় পরীক্ষা কেন্দ্র থেকে প্রক্সি পরীক্ষার্থী আটক
চবির ৫ শিক্ষার্থীর অবস্থান শনাক্ত,বিশেষ অভিযান চলছে: সেনাবাহিনী
নীরবতা ভাঙল চিহ্নভাষায়—গাজায় নিপীড়নের বিরুদ্ধে বধিরদের র‍্যালি
হত্যা মামলার জেল পলাতক আসামী হেদা গ্রেফতার
পটুয়াখালী জেলায় চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের দাবীতে মানববন্ধন
রূপসায় হালিমা বেগমের পুড়ে যাওয়া ঘর তৈরি করে দিলেন খুলনা পুলিশের ডিআইজি

জুলাই গণঅভ্যুত্থান:শহীদদের পরিচয় শনাক্তে আত্মীয়দের প্রতি সিআইডির আহ্বান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নিয়ে অনেক বীর মুক্তিকামী মানুষ শহীদ হন। তবে দুঃখজনকভাবে তাদের মধ্যে কিছু শহীদের পরিচয় আজও অজ্ঞাত রয়ে গেছে।

বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানিয়েছে,এসব শহীদের ডিএনএ নমুনা ফরেনসিক ল্যাবে সংরক্ষিত রয়েছে। আত্মীয়স্বজনের তথ্যের সঙ্গে এসব নমুনা মিলিয়ে পরিচয় নিশ্চিত করার জন্য সিআইডি একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, শহীদদের নিকটতম আত্মীয়, বিশেষ করে বাবা, মা, সন্তান বা সহোদররা ডিএনএ নমুনা দিতে পারেন। নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হলে পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

সিআইডি জানায়, অনেক শহীদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ তাদের সঙ্গে কোনো পরিচয়পত্র ছিল না, কিংবা দীর্ঘসময় পর তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। এখনো বেশ কিছু পরিবার তাদের প্রিয়জনের খোঁজে রয়েছেন।

সিআইডির পক্ষ থেকে বলা হয়েছে, যদি কোনো পরিবার মনে করে তাদের স্বজন ওই সময় নিখোঁজ বা শহীদ হয়েছেন, তবে তাদের নিকটাত্মীয়দের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক ল্যাবে যোগাযোগ করতে হবে।

সংশ্লিষ্টদের মালিবাগে সিআইডি সদর দপ্তরের ফরেনসিক ডিএনএ ল্যাবে যোগাযোগ করতে বলা হয়েছে।

সিআইডি জানিয়েছে, যত দ্রুত সম্ভব এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন এবং শহীদদের পরিবার যেন যথাযথ মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা করা হবে।

শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের পরিচয় পুনঃপ্রতিষ্ঠার এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ