
মো. মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। পঞ্চগড়ে তেতুলিয়া উপজেলায় অবৈধ পন্থায় বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সতিশ রায়ের বাড়ি ভারতের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার দক্ষিণ ডাঙ্গাপাড়া এলাকায়। তিনি ওই এলাকার দেবিন রায়ের ছেলে। বিজিবি জানায়, অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেলে তেতুলিয়া উপজেলার মাঝিপাড়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৪৩৬/২-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টয়াগছ গ্রামের রমজান আলীর বাড়ি থেকে সতীশ রায় নামে এক ভারতীয় নাগরিককে আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড়-১৮ বিজিবি’র ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম জানান, সতিশ রায় ১৫-২০ দিন আগে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া এলাকায় রমজান আলীর বাড়িতে অবস্থান নিয়ে দিনমজুরি দিচ্ছিলেন। এর আগেও একই ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে দিনমজুরি করতো ওই ভারতীয় নাগরিক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সতিশকে আটক করা হয়।এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত কবির বলেন, রাতে বিজিবি ভারতীয় এক নাগরিককে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।