ঢাকা, সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজবাড়ীর সাবেক এমপি কেরামত কাজী গ্রেফতার
পল্লবী থানার বিশেষ অভিযানে ৩০ মামলার আসামিসহ ১২জন গ্রেফতার
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাগড়াছড়িতে আ.লীগে নির্বাচনী উৎসব আমেজ

নুরুল আলম:: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে ঘিরে খাগড়াছড়িতে আওয়ামী লীগে নির্বাচনী উৎসব আমেজ বিরাজ করছে। এরই মধ্যে নানা জল্পনা-কল্পনার অবসানের পর কুজেন্দ্র লাল ত্রিপুরা কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড নৌকা প্রতিক দেয়ার পর হাওয়া লেগেছে নৌকার পালে।

বিপুল উৎসাহ উদ্দীপনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার একমাত্র আসনে (২৯৮) মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি বুধবার (২৯ নভেম্বর) দুপুরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন।

বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় সংসদের ৩’শ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাম ঘোষনার পরপর খাগড়াছড়িতে আনন্দ মিছিল বের করে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। ৭ জানুয়ারী ব্যালটের মাধ্যমে খাগড়াছড়ির অভিভাবক ও উন্নয়নে কে নেতৃত্ব দিবে,কেইবা হতে যাচ্ছে সংসদ সদস্য তা নিয়ে নিজেদের প্রার্থীর জয় শতভাগ মনে করছে আওয়ামীলীগের নেতাকর্মী-সমর্থকরা।

এদিকে দুই হালির বেশি নেতা নৌকার নমিনেশন প্রাপ্তির তালিকা ভারী করলেও প্রধানমন্ত্রী আস্থাভাজন কুজেন্দ্র লাল ত্রিপুরাকেই দেওয়া হয় ভোটের মাঠের নৌকা টিকেট। ফলে পতাকা উঠিয়ে খাগড়াছড়িতে প্রবেশের আগ থেকেই নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা,সংবর্ধনা আর বরণের উৎসবে মুখোরিত হয়ে উঠে খাগড়াছড়ি।

খাগড়াছড়ির জন মানুষের কল্যাণে কুজেন্দ্র লাল ত্রিপুরা আন্তরিকতা ও ভালোবাসায় আওয়ামীলীগ সরকারের সময়ে অবকাঠামোগত উন্নয়ন,শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা থেকে প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আবারো উন্নয়নের পথে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী।

এদিকে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার বলেন,এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা চান সকলের আন্তরিকতা ভালোবাসায় নৌকার বিজয়ের পথ পারি দিতে। সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখার পাশাপাশি পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সে ধারা অব্যাহত রাখতে আবারো নৌকার বিজয়ে কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং উন্নয়নে নৌকার বিকল্প নেই বলে মত করেন এই নেতা।

এদিকে-২০১৪ ও ২০১৮ সালে তিনি খাগড়াছড়ি আসনে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের শীর্ষ এ নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি (২৯৮) একটি সংসদীয় আসনে নৌকা প্রতীক চেয়ে ডজন খানিক নেতা মনোনয়নপত্র সংগ্রহ করলেও সব ছাড়িয়ে অবশেষে দলীয় মনোনয়ন পেলেন এ নেতা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি সংসদীয় (২৯৮) আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে নারী ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন আর পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ বলে খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিস সূত্রে জানান। ফলে গত বারের চেয়ে ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন। তার মধ্যে প্রায় অর্ধেক ভোটার উপজাতি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ৪ লাখ ৪১ হাজার ৭৪৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৬ হাজার ৫২৪ এবং নারী ভোটার ২ লাখ ১৫ হাজার ২১৯ জন। অর্থাৎ গতবারের চেয়ে এবার ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন।

প্রসঙ্গত: ঘোষিত তফসিল অনুযায়ী,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি (রোববার)। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে। একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

শেয়ার করুনঃ