
রাজধানীর মোহাম্মদপুর থেকে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী কবজি কাটা আনোয়ারের দুই সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা হলেন,শরীফ (৩৫) ও রবিন (২৩)।
শুক্রবার রাতে বসিলা সেনা ক্যাম্পের একটি টিম তাদের আটক করে।
শনিবার (৮ মার্চ) সকালে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,বর্তমানে কারাগারে বন্দী থাকা আনোয়ারের এই সহযোগীরা মোহাম্মদপুরের শেখরটেক এলাকায় গোপনে চাঁদাবাজি ও হয়রানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। গত রাত সাড়ে ১২টায় বসিলা সেনা ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে আনোয়ারের দুই মূল সহযোগী শরীফ (৩৫) ও রবিনকে (২৩) আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ২টি সামুরাই তরবারি,২টি দেশি ছুরি,১টি হকি স্টিক,১টি স্থানীয়ভাবে তৈরি লাঠি ও ৪টি ছিনতাই করা মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে