ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার

পঞ্চগড়ের বোদায় গত ২ দিনে ৭ টি ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

পঞ্চগড় জেলার বোদা উপজেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় গত দুদিনে সাত টি অবৈধ লাইসেন্সবিহীন ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ এ তথ্য নিশ্চিত করেন।
ইটভাটাগুলো হলো সাতখামার এলাকার মেসার্স এমএআর ব্রিকস, মেসার্স এএ ব্রিকস এবং লক্ষ্মীদ্বার এলাকার কেএমআর ব্রিকস।
এর আগে গত বৃহস্পতিবার (৬ মার্চ) ভ্রাম্যমাণ আদালত চারটি ইটভাটার চুল্লি নিভিয়ে দেওয়াসহ চুলা ভেঙ্গে দেওয়া হয়।
এসব অভিযানে পরিবেশ অধিদপ্তর পঞ্চগড়ের সহকারী পরিচালক ইউসুফ আলী সহ জেলা,-উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি উচ্চ আদালত সারা দেশের সব অবৈধ ইটভাটা উচ্ছেদে নির্দেশ দিয়েছেন। গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের আদেশ বাস্তবায়ন করে আগামী ১৭ মার্চ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
বোদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ বলেন, অবৈধ, পরিবেশগত লাইসেন্স না থাকা এবং প্রয়োজনীয় শর্ত না মেনে অবৈধভাবে এসব ভাটা ইট উৎপাদন করছে। অভিযানের অংশ হিসেবে গত বৃহস্পতিবার (৬ মার্চ) পঞ্চগড়ের বোদা উপজেলার চারটি ইটভাটার চিমনির আগুন নিভিয়ে এবং ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।
তিনি আরো বলেন, পরিবেশ দূষণের পাশাপাশি মাটির ওপরের অংশ তুলে নেওয়ায় জমির উর্বরতা নষ্ট হয়ে কৃষিতে নেতিবাচক প্রভাব পড়ছে। আবারও উচ্ছেদ অভিযান শুরু হবে। কোনোভাবেই অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না। যারা জোর করে ইটভাটা চালু রাখার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে গত বৃহস্পতিবার (৬ মার্চ) চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভাঙচুর ও বন্ধ করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি।
পরে সাত দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তারা।

শেয়ার করুনঃ