
রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারী,চিহ্নিত মাদক কারবারি ও ডাকাতসহ বিভিন্ন অপরাধে জড়িত ছয় জনকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন,দুর্ধর্ষ ডাকাত ও ছিনতাইকারী সুজন, সজিব (১৮), তারেক (১৮),আরিফ (১৯), মেহেদী হাসান (২১) ও রিপন (৫০)।
বৃহস্পতিবার মধ্যরাতে পল্লবীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা
শুক্রবার (৭ মার্চ) সন্ধায় পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নজরুল ইসলাম।
তিনি জানান,গ্রেফতারকৃতদের মধ্যে সুজনের বিরুদ্ধে পল্লবী থানায় দুটি ডাকাতির মামলা,দুটি মাদকের মামলা ও একটি ছিনতাইয়ের মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিআই/এসকে