
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫রমজান) পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলার বীরমুক্তিযোদ্ধা ইন্সটিটিউটে বিকেল ৫টায় পৌর যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহ-সভাপতি মমতাজ উদ্দিন চৌধুর, সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাংগঠনিক সম্পাদক নূর আলম নুরুল্লাহ, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ারুল হক,
যুগ্ম আহ্বায়ক এ,এম সাহেদ ইসলাম সহ পৌর বিএনপি ও এর অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মীরা।জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম আগামী সংসদ নির্বাচনে নিজেকে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী ঘোষণা করেন।
এসময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।