
সোহেল সরকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল গাছের সাথে ধাঁক্কা লেগে মো: জিসান নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২ মার্চ) বিকালে উপজেলার উত্তর ইউনিয়নের আমোদাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত জিসান উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের দুবাই প্রবাসী মো. সুমন মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, দুবাই প্রবাসী বাবা মো. সুমনের কাছে ছেলে জিসানের অনেক দিনের বায়না ছিল তাকে মোটরসাইকেল কিনে দিতে হবে। ছেলের বায়না মেটাতে এক সাপ্তাহ আগে টিভিএস কোম্পানীর একটি মোটরসাইকেল কিনে দেন প্রবাসী বাবা সুমন। এক সপ্তাহ না যেতেই সেই মোটরসাইকেল কাল হয়ে দাঁড়াল জিসানের জিবনে। রোববার বিকেলে আমোদাবাদ এলাকায় গাছের সাথে ধাক্কাঁ লেগে গুরুতর আহত হয় জিসান। পরে স্থানীয়রা তার অবস্থা আশঙ্কাজনক দেখে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করে। সোমবার বাদ যোহর রামধনগর ঈদগাঁও মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জিসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার বিকালে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হলে জিসানকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।