ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

চট্টগ্রামে সন্ত্রাসী মিজান গ্রুপের তিন সদস্য গ্রেফতার

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মিজান গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। চাঁদাবাজির আধিপত্য বিস্তার নিয়ে মিজান গ্রুপের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে ছোট সাজ্জাদ গ্রুপের।

সোমবার (৩ মার্চ) দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নগর পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার আমিনুল ইসলাম।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মোহাম্মদ মিল্লাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০) ও মো. রুবেল (২৬)।

রবিবার (২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নগরীর বায়েজিদ থানার ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে পরিত্যক্ত ভবনে কয়েকজন সন্ত্রাসী অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে বিশেষ টিম গঠন করে অভিযান চালানো হয়। অভিযানে উদ্ধার করা হয়েছে- দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি হাসুয়া, একটি ছুরি, একটি পাওয়ার ব্যাংক, পাঁচটি মোবাইল ফোন ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেট।

পুলিশ জানায়, মিজান গ্রুপের প্রতিদ্বন্দ্বী ছোট সাজ্জাদও ওই এলাকায় থাকতে পারে-এমন তথ্যের ভিত্তিতে ১৬ সদস্যের একটি অভিযানিক দল গঠন করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মিজান পালিয়ে যায়।

সন্ত্রাসী ছোট সাজ্জাদ কেন গ্রেফতার হচ্ছে না- এমন প্রশ্নে আমিনুল ইসলাম বলেন, ‘সাজ্জাদ অত্যন্ত কৌশলী। তাকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা জানতে পেরেছি, সে দেশেই আছে এবং তাকে ট্র্যাক করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীরা কোনো রাজনৈতিক আশ্রয়ে রয়েছে কিনা, সেটিও তদন্ত করা হচ্ছে। নির্দিষ্ট কোনো তথ্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

গ্রেফতার তিনজনের বিরুদ্ধে নগরীর বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ