
এম,শাহজাহান, শেরপুর জেলা প্রতিনিধি : পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন এবং তিনানী বাজার বণিক সমিতির উদ্যোগে এ অভিযান কর্মসূচির নেতৃত্ব দেন মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান। বাজার পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে অভিযানটি টেংরা খালি মোড় থেকে ব্রিজ পাড় পর্যন্ত পরিচালিত হয়। হাটবাজারের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত রাখতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়ে একযোগে কাজ করেন। অভিযান পরিচালনা শেষে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ লুৎফর রহমান। তিনি বলেন, “রমজান পবিত্রতার মাস। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। এই অভিযানের মাধ্যমে বাজারের সৌন্দর্য ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে কাজ করা হয়েছে। তবে শুধু একটি দিনের উদ্যোগ যথেষ্ট নয়, আমাদের সকলের দায়িত্ব বাজারের পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখা। ব্যবসায়ীরা যদি নিয়মিতভাবে নিজেদের দোকানের সামনের অংশ পরিষ্কার রাখেন এবং বর্জ্য নির্ধারিত স্থানে ফেলেন, তাহলে বাজারের সৌন্দর্য ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় থাকবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। রমজানের আগের দিন এমন উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা জানান, পবিত্র রমজান মাসে বাজার ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হলে এলাকাবাসী স্বাস্থ্যসম্মত ও সুন্দর পরিবেশে কেনাকাটা করতে পারবেন, যা তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি ও স্বাচ্ছন্দ্য বয়ে আনবে।এসময় আরও উপস্থিত ছিলেন, তিনানী বাজার বনিক সমিতির আহ্বায়ক মোঃ মোতাহার আলী বেলাল। মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হারুন, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান, ছাত্রদলের আহ্বায়ক রোমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।