ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
গাজায় গণহত্যার প্রতিবাদে পিআরপি’র সকাল-সন্ধ্যা হরতালের ডাক
ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার র্নিবাচনে সভাপতি লুইস :সম্পাদক মাইকেল
সদিচ্ছা থাকলে মানুষের কল্যাণ সম্ভব: চট্টগ্রাম প্রেস ক্লাবে সমাজকল্যাণ সচিব
নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালন
ছোট বোনের সাথে বিয়ের প্রস্তাব, বড় বোনের সাথে প্রেম : অতঃপর রহস্যজনক নিখোঁজ
নলছিটিতে তুচ্ছ ঘটনায় দুই যুবককে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা
ঝালকাঠিতে অস্ত্র মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির ১৪ বছরের কারাদণ্ড
একই রশিতে গাছ থেকে ঝুলন্ত মা-ছেলের লাশ উদ্ধার
সোনারবাংলা ইয়ুথ ক্লাবে’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
ঈদে আরও জনপ্রিয় হয়ে উঠেছে নওগাঁর শাহাগোলা রেলস্টেশনের ‘মটকা চা’
কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত
নান্দাইলে যাত্রীদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ইন্দুরকানীতে ঈদের আনন্দে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মোটর সাইকেল চাপায় আহত হয়ে সড়কে পড়ে থাকা মানসিক প্রতিবন্ধীর চিকিৎসা সেবায় এগিয়ে আসলেন সুনামগঞ্জের ডিসি
বিরামপুরে চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনীর তল্লাশি: জনমনে স্বস্তি

দেশী বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহনে কলাপাড়ায় জমজমাট মেগা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। দেশের নামকরা বিভিন্ন ক্লাব থেকে আসা এবং বিদেশী(নাইজিরিয়ান) খেলোয়াড়ের অংশগ্রহনে পটুয়াখালীর কলাপড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১ম বিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বর্নাঢ্য আয়োজনে সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। টানা ৯০ মিনিটের খেলায় ইটবাড়িয়া একাদশ এবং স্বেচ্ছাসেবক দল একাদশের মধ্যে অমিমাংসিত হলে ট্রাইবেইকারের মাধ্যমে ফলাফল নির্ধারন করা হয়। পরে ট্রাইবেকারে ৪-২ গোলে স্বেচ্ছাসেবক দল একাদশ বিজয়ী হয়। দেশের জনপ্রিয় এ খেলা দেখতে বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ভীড় করে হাজার হাজার ক্রীড়া মোদী দর্শকরা। শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রশিক্ষন বিষয় সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি ও টূর্ণামেন্ট কমিটির আহবায়ক হাজী হুমায়ুন সিকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টূর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, সেলিম সিকদার, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.ইমরান বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও তারেক আমান সুমনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান রেফারি হিসেবে খেলা পরিচালনা করেন পটুয়াখালী থেকে আসা পরিচালক তানভীর আহমেদ। চতুর্থ রেফারির দ্বায়িত্বে ছিলেন,বাফুফের সনদপ্রাপ্ত রেফারি জামাল আকন। ধারাবর্ণনায় ছিলেন, বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, ইভান মাতুব্বর এবং অংনয়।খেলা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন অতিথিরা।বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রশিক্ষন বিষয় সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খেলাধুলার জন্য অনেক কাজ করে গেছেন। তরুন প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত রাখতে হবে। সেই সাথে মাদক থেকে দূরে রাখতে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করতে হবে বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুনঃ