ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালীগঞ্জে এতিম মেয়ের বিয়েতে একতা যুব সমাজকল্যাণ সংস্থার অর্থ সহায়তা
অসুস্থ সন্তানকে বাচাঁতে স্বামীর অবহেলা:বিচারের আশায় আইনের দ্বারস্থ কলাপাড়ার’ রীনা’
৪০ বছর পরে গুণীজন সংবর্ধনা
নেত্রকোনায় শহীদ জিয়া স্মৃতি সংসদের জেলা কমিটির পরিচিতি ও কর্মপরিকল্পনা সভা
পটুয়াখালীতে কারারক্ষীর জানাজায় উপস্থিত হলেন অতিরিক্ত কারা মহা পরিদর্শক
পূর্ব মালঞ্চ মধ্যপাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের কমিটি গঠন :সভাপতি হাসান, সম্পাদক লতিফ
সীমান্তে বাংলাদেশী ভেবে বিএসএফের গুলি ভারতীয় নাগরিকের মৃত্যু
নৌকার উপর গান বাজিয়ে অস্ত্র প্রদর্শন-নাচানাচি: সেনা অভিযানে ডেঞ্জার গ্যাংয়ের ১৬ সদস্য আটক
শ্রীনগরের কুকুটিয়া ইউনিয়ন বিএনপি’র ঈদ পুনর্মিলনী
রাজবাড়ীর ক্লুলেস হত্যা মামলার আসামী সুবর্ণচরে গ্রেফতার
রায়পুরে জামায়াত কর্মীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বকশীগঞ্জে বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের নিয়ে ওসির মাদক বিরোধী প্রচারণা
লক্ষ্মীপুরে বিএনপি নেতা উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
মোহাম্মদপুরে সাড়াশি অভিযান,গ্রেফতার ৬
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩

নওগাঁয় মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে পণ্য বিক্রয় শুরু

সারা দেশের মতো নওগাঁতেও পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, ছোলা, তেল, মুড়ি, চিড়া, চিনি, গরুর মাংসসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয়ের ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।

এসময় জেলা ও সদর উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী, সংবাদকর্মী ও সুধীজনরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরই দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। অপরদিকে ন্যায্য মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছে পণ্য কিনতে আসা ক্রেতারা।

তবে আগামীতে আরো প্রয়োজনীয় পণ্যগুলো তালিকায় যুক্ত করতে এবং এই কার্যক্রম অব্যাহত রাখতে জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলার ১১টি উপজেলা প্রশাসন কর্তৃক ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো বিক্রি করা হচ্ছে। এই দোকানে প্রতি কেজি চিনি ১২৫টাকা, মুড়ি ৯২টাকা, চিড়া ভাজা ৯০টাকা, কাঁচা ৬৮টাকা, ছোলা ও মসুর ডাল ১০০টাকা, প্রতি লিটার সরিষার তেল ১৮০টাকা ও প্রতি হালি ডিম ৪০টাকা দরে পাওয়া যাবে।

রমজান মাসে যেন প্রতিটি মানুষই তাদেও খাবার তালিকায় আমিষ জাতীয় খাবার পণ্য হিসেবে গরুর মাংস রাখতে পারেন সেই জন্য জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় স্বল্প মূল্যে গরুর মাংসও বিক্রি করা হচ্ছে।

এই দোকান থেকে ক্রেতারা তাদের সামর্থ্য অনুযায়ী সপ্তাহের প্রতি শুক্রবার ও মঙ্গলবার এই দোকান থেকে সর্বনিম্ম ২৫০গ্রাম থেকে ২কেজি করে গরুর মাংস ৬২০টাকা কেজিতে কিনতে পারবেন বলে জানান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান জেলা জুড়ে পুরো রমজান মাস জুড়েই ন্যায্য মূল্যের এই দোকানগুলো চালু থাকবে। প্রতিদিন এই দোকান থেকে সুলভ মূল্যে যে কোন ক্রেতা তাদের নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে পারবেন। রমজান মাসে নিম্ম আয়ের খেটে খাওয়া ও মধ্যম আয়ের মানুষদের কথা চিন্তা করে সরকারের গৃহিত পদক্ষেপকে আমরা বাস্তবায়ন করছি।

এছাড়া টিসিবি ও ট্রাক সেল সার্ভিসগুলোও চালু রয়েছে। এতে করে দেশের নিম্ম ও মধ্যম আয়ের মানুষরা রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো কিনতে গিয়ে কিছুটা স্বস্তি পাবেন। পরবর্তিতে ক্রেতাদের চাহিদা অনুযায়ী আরো প্রয়োজনীয় পণ্যগুলো দোকান থেকে বিক্রি করা হবে।

এছাড়া খোলা বাজারে যেন কোন ব্যবসায়ী রমজান মাসকে কেন্দ্র করে কোন পণ্যের দাম বেশি না নিতে পারে এবং নিয়মিত বাজার মনিটরিং করার জন্য প্রতিদিন জেলা জুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানা জেলা প্রশাসক।

শেয়ার করুনঃ