
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলা সদরে ১৯৪১ সনে স্থাপিত অন্যতম বিদ্যাপীঠ নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিদ্যালয় খেলার মাঠে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবদুল খালেকের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার। অত্র বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক রুমা আক্তার, সহকারী শিক্ষক এ.কে. রমিজ উদ্দিন ও জামাল উদ্দিনের ক্রীড়া পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোতিা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার উক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকার নারী-পুুরুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহন দেখে মুগ্ধ হয়েছেন। নান্দাইলের বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আবদুল হাকিম ভ‚ইয়ার প্রতিষ্ঠিত এ স্কুলটির সার্বিক পরিবেশ ও শিক্ষার মান উন্নয়নে সন্তোষ প্রকাশ সহ শিক্ষা প্রতিষ্ঠানটির ধারাবাহিক উন্নয়ন সম্বৃদ্ধির লক্ষ্যে সার্বিক সহযোগিতা করবেন বলে সকলকে আশ্বস্ত করেন। এসময় নান্দাইল পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।