ঢাকা, বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বনশ্রীতে নারী সাংবাদিককে যৌন হয়রানি-হেনস্তা, গ্রেফতার ৩
নোয়াখালীতে জমজ ২ দুই বোনকে ধর্ষণ
শিক্ষক হত্যা:১৩ বছর ছদ্মবেশে আত্মগোপনে,গ্রেফতার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী
কলাপাড়ায় যুবককে পেটালেন সেনা সদস্য: হাসপাতালে কাতরাচ্ছেন আহত মিশকাত, থানায় অভিযোগ
গ্রামের মানুুষ ধানের শিষে ভোট দিয়ে দেশের শান্তি ফিরিয়ে আনতে চায় : বিএনপি নেতা হাজী আল মামুন
পাঁচবিবিতে লীলা কীর্তনে অর্ধ লক্ষ টাকা সহায়তা দিলো ছাত্রনেতা ‘শামীম’
ঈদের তৃতীয় দিনে পর্যটকে কনায় কানায় পরিপূর্ন কুয়াকাটা সৈকত
কলাপাড়ায় গভীর রাতে বসতঘর থেকে গৃহবধূ নিখোজ, জনমনে নানা প্রশ্ন হত্যা না গুম
মিরসরাইয়ে এসএসসি ২০০২ ব্যাচের আবুতোরাব স্কুলের ঈদ পুনর্মিলনী ও মিলনমেলা
কালিগঞ্জের কিষান মজদূর একাডেমী’র হীরক জয়ন্তী উদযাপন 
ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে যুবক নিহত : আটক ২
নান্দাইলে সালিশের আহবায়কের বাড়ি-ঘরে হামলা ভাংচুর ও লুটপাট , থানায় অভিযোগ দায়ের
আমতলীতে ওয়ার্ড বিএনপির সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের খেলার মাঠ দখল
নান্দাইলে এস.আর.বি ইটভাটায় জিম্মি থাকা ২০ জন শ্রমিককে উদ্ধার: আটক ২
কলমাকান্দায় বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের পিতার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া সমাবেশে সেফটি পিন গায়ে গেঁথে খালেদা জিয়াসহ ৬ নেতার ছবি লাগিয়েছেন যুবক

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আয়োজিত বিএনপির সমাবেশে শরীরে সেফটি পিন গেঁথে বিএনপি নেতাদের ছবি লাগিয়ে চলমান সমাবেশে এসেছেন দেলোয়ার হোসেন নামে এক যুবক। সমাবেশে দেলোয়ারকে ঘিরে মানুষের ব্যস্ততা। কেউ ছবি তুলছেন আবার কেউ তার সঙ্গে কথা বলছেন।

তাকে ঘিরে উপস্থিত মানুষজন তার সাথে কথা বলা আর ছবি তোলায় যেন নিজেও বেশ আনন্দ পাচ্ছিলেন দেলোয়ার নামে ওই যুবক।উপস্তিত জনতা বলছেন বিএনপির অন্ধভক্ত তিনি। সমাবেশে এসেছেন নিজের গায়ের চামড়ায় সেফটি পিন দিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতাদের ছবি লাগিয়ে।

এমন কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে দেলোয়ার বলেন, ‘আওয়ামী লীগ আমাদের ভোটা অধিকার কেড়ে নিয়েছে ও অনেক নির্যাতন ও অনেক কষ্ট দিয়েছে। যে কষ্ট দিছে এই কষ্ট অনুযায়ী শরীরের সামান্য সেফটি পিনের এ ব্যথা কিছুই না।’

সোমবার (২৪ফেব্রুয়ারি৩০২৫)ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আয়োজিত সমাবেশে দেখা মিলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা দেলোয়ারের। সমাবেশ শুরুর দিকে পৌর মুক্তমঞ্চে সমাবেশস্থলে দেখা যায় তাকে।

দেলোয়ার আরো জানান, সকালে শরীরে ৬ টি সেফটি পিন গেঁথে দলীয় নেত্রী খালেদা জিয়াসহ ছয়জনের ছবি লাগিয়েছেন। থাকবেন সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত।

ওই যুবকের সাথে ছবি তুলতে যাওয়া একজন জানান,সেফটি পিন দিয়ে নেতা কর্মীদের ছবি লাগানো দেলোয়ারের দৃশ্য দেখে প্রথমে আমার মতো অনেকে কষ্ট পেয়েছে। তবে তার কথা শুনে মনে হলো- এরাই আসলে বিএনপির প্রকৃত কর্মী ও অন্ধভক্ত।

৩১ দফা বাস্তবায়নে আয়োজিত বিএনপির এ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ ছাড়া কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ সদস্য সচিব ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুনঃ