
দিনাজপুর জেলার বিরামপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম রাজু (৪৫) কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী । গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত ১ টার দিকে বিরামপুর পৌরশহরের পূর্বজগন্নাথপুর চকপাড়া রোডের ৫ নং এফআর আটো রাইস মিলের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু বিরামপুর পৌরশহরের পূর্বজগন্নাথপুর এলাকার মৃত ফসি উদ্দিন মন্ডলের ছেলে।
জানা যায় , বিরামপুর উপজেলার কাটলা হাইস্কুল মাঠে ২০২২ইং সালের ৫ই জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। এ ঘটনায় গত বছরের ২৫ শে অক্টোবর বিরামপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার আসামি হিসেবে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজুকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান,বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু মহোদয়কে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।