ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাজধানীতে আ. লীগের তিন নেতাকর্মী গ্রেফতার
বোদায় বাংলাদেশ স্কাউটস দিবস পালিত
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার

পাঁচবিবিতে ভূট্টার বাম্পার ফলনের আশা কৃষক কূলের

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ পাঁচবিবি উপজেলার ৮টি ইউনিয়নে এবার ২০২৫ এ কৃষকের কষ্টার্জিত ফসল ভূট্টা বাম্পার ফলনের আশাবাদ ব্যক্ত করেছেন কৃষককূল। কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটায় গত বারের চাইতে এবার এই ফসল চাহিদার চাইতেও অধিক ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানায় বিভিন্ন এলাকার কৃষকরা।
স্থানীয় কয়েকজন কৃষকের সঙ্গে আলাপ করে জানা গেছে ভূট্টা চাষের পর এখনো কোন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের কবলে পরিনি আমরা, এটাই আল্লাহর নিকট হাজারো শুকরিয়া। আল্লাহ যদি আমাদের উপজেলায় কোন বড় ধরনের প্রকৃতিক দুর্যোগ না দেন, তাহলে আমরা ভূট্টার বাম্পার ফলনের আশা করছি। তবে কৃষকরা আরো জানায় গত বছরের তুলনায় এবার ভূট্টা চাষে ব্যায় হয়েছে বেশী, ১বিঘা ভুট্টা চাষ থেকে কাটামাড়া পর্যন্ত খরচ পরবে ১০-১১ হাজার টাকা এই ফসলে মূল্য কৃষকের অনুকূলে থাকলে কিছুটা লাভের মুখ দেখবেন কৃষকরা। তবে শ্রমিক সংকটেরয় কারণে চাষিরা ক্ষেত থেকে ধান ঘরে তুলতে অধিক খরচের করনে রীতিমত দুশ্চিন্তায় রয়েছেন।
বাগজানা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ভুট্টাচাষী সুবাস চন্দ্র জানান, এক বিঘাতে খরচ হয় ১০-১১ হাজার টাকা, কিন্তু আলুর জমিতে ভুট্টা আবাদ করলে খরচ কম হয়, কেননা আগে থেকেই জমিতে সার দেওয়া থাকে । প্রতি বিঘায় ৩৫-৪৫ মণ ভুট্টা আবাদ হয়। ১০০০-১২০০ টাকা প্রতি মণ ভুট্টা বিক্রি হয়েছিল। তবে এবার গতবারের চেয়ে বেশি দামে ভুট্টা বিক্রি হবে বলে জানা যায়। আমদানির উপরে বাজার উঠানামা করে বলে কৃষক জানায়। আগাম রোপন করা ভুট্টা ইতিমধ্যেই কাটা ও মাড়াই করা শুরু হয়ে যাবে।বালিঘাটা ইউনিয়নের সুলতানপুর গ্রামে প্রচুর ভুট্টার আবাদ হয়েছে। প্রায় ২৫-৩০ বিঘা, সাবেব অধ্যাপক সুনীল রায় ১ বিঘা, নির্মল রায় ১ বিঘা, বাদশা ৩ বিঘা, জামাল ২ বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছেন। ১ বিঘাতে বীজ লাগে ২-২.৫ কেজি। খরচ হয় ১৫০০০ টাকা, ও ভুট্টা বিক্রি হয় ৩৫-৪০ হাজার টাকায়। জানুয়ারী মাসের প্রথম দিকে আগাম আলু উত্তোলন করে ভুট্টা রোপন করা হয়। এতে কম খরচ হয়। রামচন্দ্রপুর গ্রামের আদর্শ কৃষক সুবাশ চন্দ্র বলেন।এদিকে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ লুৎফর রহমান বলেন “কোন রোগবালাই না থাকায় ও আবহাওয়া ভাল হওয়ায় কৃষকরা কাঙ্খিত ফলন আশা করছেন। চাহিদার চাইতেও কৃষক অধিক ফলন কৃত ভূট্টা ঘরে তুলবেন। কৃষি কর্মকর্তা আরও জানান এবার উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন মাঠে ৫০০ হেঃ জমিতে ভূট্টা চাষ হচ্ছে।

শেয়ার করুনঃ