ঢাকা, বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ব্রাহ্মণবাড়িয়া চলন্ত ট্রেন পাহাড়িকা ছাদ থেকে পরে যুবকের মৃত্যু
বাস্তব জীবনে সরল অংক
মিরসরাইয়ে পথচারী’কে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
পাঁচবিবিতে পৌর জামায়াতের কর্মীদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
বিরামপুরে শ্বাশুড়ির গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে জামাই
চুরির অপবাদে বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, আটক ৪
দেশে জঙ্গিবাদের উত্থানের মতো কিছুই হয়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা
১৮ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
ভূরুঙ্গামারীতে জামাত-শিবিরের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ে ঈদ আনন্দে দুর্ঘটনা রোধে ছাত্রদলের সচেতনামূলক প্রচারণা
বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব:) নবিউল হক মারা গেছেন
নোয়াখালীতে বিএনপি নেতাকে কোপালেন যুবলীগ-ছাত্রলীগ নেতকর্মিরা
কলাপাড়ায় সিকদার পরিবারের ঈদ পুনর্মিলনী
লক্ষ্মীপুরে সন্ত্রা-সীদের গু-লিতে গু-লিবিদ্ধ এক শিশু
আত্রাই থানা বিএনপি’র ঈদ পরবর্তী মতবিনিময় সভা

চ্যাম্পিয়ন্স ট্রফি: ভারতের সামনে আজ আত্মবিশ্বাসী বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট: সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি এক উত্তেজনা। সমর্থকরা মুখিয়ে থাকেন এই দুই দলের লড়াই দেখতে। সেই সঙ্গে মেতে উঠেন কথার লড়াইয়ে। এবার আরও একবার এই দুই দলের লড়াই উপভোগ করবেন ক্রিকেটপ্রেমীরা।

কেননা চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে নিজেদের প্রথম ম্যাচে আজ (২০ ফেব্রুয়ারি) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই দলেরই প্রথম ম্যাচ এবারের আসরে। সঙ্গে বলা যায় আগের আসরের সেমিফাইনাল পর্বের পুনরাবৃত্তি। ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচের চেয়ে গত কয়েকদিনে কোনো অংশে কম আলোচনা হচ্ছিল না এই ম্যাচ ঘিরে।

শক্তিশালী ভারতের বিপক্ষে জয় ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে বিকেল ৩টায়।

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই বিতর্ক। ম্যাচের আগের দিন বাংলাদেশ অনুশীলন করেছে স্টেডিয়ামের পাশে আইসিসি একাডেমি মাঠে। আর ভারত পেলো ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের সুবিধা। বাংলাদেশ উইকেট দেখারও সুযোগ পায়নি। সেখানে ভারতের জন্য মূল মাঠের তিনটি উইকেট উন্মুক্ত করে দেয়া হয়। অবশ্য এই রীতি নতুন নয়। আইসিসি ইভেন্টে বরাবরই সুবিধা পেয়ে আসছে টিম ইন্ডিয়া।

যেকোনো ম্যাচের আগে চিরাচরিত এক প্রশ্ন, কেমন হবে বাংলাদেশের একাদশ। প্রতিপক্ষ ভারত বলেই কোনো পরীক্ষা নিরীক্ষা করছে না টিম ম্যানেজম্যান্ট। প্রস্তুতি ম্যাচ না খেলা মাহমুদউল্লাহ এদিন মাঠে গেলেও অনুশীলন করেননি। তবে থাকবেন শুরুর একাদশে। ভারতের বোলিং আক্রমণ স্পিন নির্ভর হলেও, বাংলাদেশ মাঠে নামবে তিন পেসার নিয়েই।

এদিকে প্রতিপক্ষ ভারত হলেও ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানিয়ে দিয়েছেন, যেকোনো দলকে হারাতে পারে বাংলাদেশ। টাইগার অধিনায়ক বলেন, ‘এই সংস্করণে যদি আমাদের দিকে তাকান তাহলে আমাদের দলটা ব্যালেন্সড। আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে আমরা যেকোন দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জেতার সামর্থ্য রাখে। কিন্তু আমি এমন একজন নই যে কিনা প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবে। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা যেকোন দিন যেকোন দলকে হারাতে পারি।’

বাংলাদেশ ঘরের মাঠে এশিয়া কাপে ১৯৮৮ সালের অক্টোবরে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয়েছিল। দু’টি এশিয়ান দেশ সেই সময় থেকে এই ফরম্যাটে ৪১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে ভারত অপ্রতিরোধ্য ভাবে ৩২ বার জিতেছে। ৮ বার জিতেছে বাংলাদেশ। একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি।

ভারতের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডেতে মাত্র ৮ ম্যাচে জয় পেলেও, শেষ পাঁচ ম্যাচে কিন্তু বাংলাদেশের জয় তিনটিতে। শেষবার এই দুই দলের দেখা হয়েছিল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। যেখানে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। তবে তার আগে এই দুই দলের দেখা হয়েছিল ২০২৩ সালের এশিয়া কাপে। যেখানে আবার জয় পেয়েছিল বাংলাদেশ। এর আগে ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ভারত।

শেয়ার করুনঃ