
আজ বুধবার বিকাল ৩ টা থেকে জেলা শিল্পকলা একাডেমির চিত্রশালায় শিল্পকলার নান্দিক যশোরের আয়োজনে তিনদিনের চিত্র প্রদর্শনী শুরু হয়েছে । খোলা মঞ্চে তিনদিনব্যাপী এই চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন প্রধান অতিথি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শিল্পী মো. রওশন আলম।
উপস্থিত ছিলেন নান্দিকের সভাপতি কাজী ইমদাদুল হক, পরিচালক শিল্পী কৃষি গৌতম প্রভাষক এস. এম. সুলতান ফাইন আর্ট কলেজ, যশোর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পী মফিজুর রহমান রুন্নু, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল।
নান্দিকের পরিচালক শিল্পী কৃষি গৌতম জানান, ৩ দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেন নান্দিকের সদস্যবন্ধু ও বিভিন্ন জেলার আমন্ত্রিত চিত্রশিল্পী।
২৮ জন চিত্রশিল্পীর ৩৬ টি শিল্পকর্ম এই প্রদর্শনীতে স্থান পায়। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন : শিল্পী সাদী তাইফ,শিল্পী কৃষি গৌতম, শিল্পী আবেদুর রহমান, শিল্পী সজল ব্যানার্জী। শিল্পী মুরারি মুরলী মোহন,শিল্পী শিপন চৌধুরী, শিল্পী উৎপল বিশ্বাস রন্তু, শিল্পী প্রশান্ত হালদার ,শিল্পী অনুপ বাহাদুর, শিল্পী কৃষ্ণ বিশ্বাস, শিল্পী মৌমিতা হাসান নদী, শিল্পী অতুল সরকার অপু,, শিল্পী দেবা অজেয়, শিল্পী ফারহানা উর্মি, শিল্পী নাদিয়া সুলতানা প্রিয়া, শিল্পী সাগর বিশ্বাস, শিল্পী ইভা সেন,শিল্পী ফারজানা ইসলাম দিশা, শিল্পী রুপরেখা মূখার্জী, শিল্পী তন্ময় রায়, শিল্পী সুপ্রিয়া শীল, শিল্পী তনুশ্রী বিশ্বাস, শিল্পী লিমা বিশ্বাস, শিল্পী কাজী ওয়ালিশা ঐশী, শিল্পী আনিশা জামান শিল্পী আত্মা খান শিল্পী রীপা সরকার ও শিল্পী সিমান্ত হরি। এইসব ছবি দিয়ে ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
সুলভ মূল্যে এসকল শিল্পকর্ম শিল্পপ্রেমীরা সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে কতৃপক্ষ।