
চন্দন ভট্টাচার্য, রূপসা (খুলনা) : রূপসায় কাঠ পুড়িয়ে অবৈধ কয়লা তৈরির চুল্লির বিরুদ্ধে এক অভিযান বুধবার, ১৯ ফেব্রুয়ারি পরিচালিত হয়। অভিযানটি পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়, রূপসা উপজেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় পরিচালিত হয়। খুলনা জেলার রুপসা উপজেলায় ইলাহপুর, মবিনবাগ এলাকার দুইটি স্থানে ০৫( পাঁচ)টি এবং নিকলাপুর এলাকার ২৫(পঁচিশ)টি সর্বমোট ৩০(ত্রিশ) টি কাঠ পুড়িয়ে কয়লা তৈরি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।এ সময় চুল্লি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগীতায় আগুন নিভিয়ে দেওয়া হয় । জব্দকৃত কাঠ নিলামে ৮,০০০/- ( আট হাজার) টাকায় বিক্রি করা হয়েছে।
মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম এবং সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট.অপ্রতিম কুমার চক্রবর্তী ও পরিবেশ অধিদপ্তর খুলনা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক, পারভেজ আহম্মেদ এবং পরিদর্শক মো: মারূফ বিল্লাহ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনস্বার্থে পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।