
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে এক ট্রাক নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করেছে শিমরাইল হাইওয়ে পুলিশ।
আটককৃতরা হলেন,গাড়ির চালক মো এনামুল হক (২৪) এবং চাঁদপুর জেলার সদর থানার বড় স্টেশন ক্লাব এলাকার মো.মাসুদ (১৯)।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে হাইওয়ে পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি মো.শামসুল আলম এ তথ্য জানান।
তিনি জানান,এদিন ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে ফায়ার সার্ভিস এলাকা থেকে এক ট্রাক নিষিদ্ধ পলিথিনসহ ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়।
আটককৃতরা হলো চাঁদপুর জেলার মতলব থানার দক্ষিণ মাসুমা এলাকার গাড়ির চালক মো.এনামুল হক (২৪) এবং চাঁদপুর জেলার সদর থানার বড় স্টেশন ক্লাব এলাকার মো মাসুদ (১৯)।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে