
পটুয়াখালী জেলা ইট ভাটা মালিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। সুত্রে জানা গেছে, ২৫ নভেম্বর শনিবার পটুয়াখালী শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত উক্ত সমিতির কার্যালয়ে এ কমিটি গঠন উপলক্ষে বিশিষ্ট ব্যবসায়ী শফিকুর রহমান চান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ২৬ সদস্য বিশিষ্ট পটুয়াখালী জেলা ইট ভাটা মালিক সমিতির কমিটি গঠন করা হয়। উক্ত সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন, সভাপতি- শফিকুর রহমান চান (LTN),সিনিয়র সহ-সভাপতি মোঃ এনায়েত হোসেন (hema),
সহ-সভাপতি-মোঃ শহিদুল ইসলাম( a&co), আশ্রাব আলী হাং(abm),বিপুল হাং( কলাপাড়া) ও মোঃ শহিদুল ইসলাম ( কলাপাড়া),সাধারণ সম্পাদক -মোঃ মিজানুর রহমান ( মনির খান)(muna),
সহ- সাধারণ সম্পাদক-কুতুব উদ্দিন বাইজিদ(b&bh)ও মাহবুব কামাল ( কমলাপুর),সাংগঠনিক সম্পাদক- মোঃ নাসির খন্দকার (prime),
দপ্তর সম্পাদক -রফিক সিকদার(rohan),কোষাধ্যক্ষ -মোঃ মনিরুল ইসলাম (monir) ও প্রচার সম্পাদক -মনিরুজ্জামান লিটু(b&co) এবং সদস্য – গোলাম সরওয়ার ফোরকান(rupali),স্নেহাংশু সরকার কুট্টি(s,s,b,m),হাফিজুর রহমান (shuehona),আঃ সত্তার হাওলাদার, আঃ ছালাম মৃধা,রনি মৃধা(rusda),বাইজিদ(sseb),কামাল হোসেন (kamal),মোঃ মনিরুল ইসলাম লিটন(banani),তৌফিক আলী খান(f-khan), শামীম আহসান (samim),মোঃ বশির সিকদার(ahon)ও মোঃ মেহেরাব হোসেন ( babu)।
পটুয়াখালী জেলা ইট ভাটা মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ কে পটুয়াখালী জেলার আওতাধীন বিভিন্ন ইট ভাটার মালিক গন থেকে শুরু করে নানা মহলের সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। উপরোক্ত ছবি- সংগৃহীত।