
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ.কুড়িগ্রামের উলিপুরের তবকপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ‘গ্রাম আদালত বিষয়ক “কমিউনিটি মতবিনিময় সভা” এবং “ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে ইএসডি ন্যাশনাল এনজিও কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে তবকপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এরশাদুল হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ইউপি সদস্য আব্দুস ছামাদ, সুশান্ত মন্ডল, জোস্না বেগম, আব্দুল জলিল গামা, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ ফজলুর রহমান প্রমূখ। পরে গ্রাম আদালত বিষয়ক ” ভিডিও প্রদর্শনী” অনুষ্ঠিত হয়। উপস্থিত ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গ্রাম শালিশ পরিচালনায় কার্যাবলী মনোযোগ সহকারে উপভোগ করেন।