ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
একুশে পরিবহনে মোটরসাইকেল নিয়ে ধাওয়া,ঘটনাটি ডাকাতি নয় বলছে পুলিশ
পূর্ব শত্রুতার জেরে অটোরিক্সা চালক হত্যা,গ্রেফতার ২
পিলখানা হত্যাকাণ্ড: ক্ষতিপূরণসহ চাকরি পুনর্বহালের দাবি বিডিআর সদস্যদের
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের

খিলগাঁওয়ে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

রাজধানীর খিলগাঁও এলাকায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত ও ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো-তৌহিদুল ইসলাম ওরফে নিরব (২৬) ও মো. আলভি হোসেন ওরফে নাহিদুল ইসলাম (২২)। এ সময় তাদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, দুটি লোহার রড,একটি স্টিলের চাকু ও একটি নাইলনের রশি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি ) রাতে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে খিলগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

খিলগাঁও থানা সূত্র জানায়,বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,খিলগাওয়ের দক্ষিণ গোড়ান আলী আহাম্মদ স্কুলের পূর্ব পাশে আরএফএল বেস্ট বাই শোরুম সংলগ্ন তিন রাস্তার মোড়ে কয়েকজন পেশাদার ডাকাত ও ছিনতাইকারী ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার একটি টিম রাত ০১:২০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তহিদুল এবং আলভীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে উল্লিখিত দেশীয় অস্ত্রসমূহ উদ্ধার করা হয়। অভিযানের সময় তাদের সাথে থাকা আরো ৮/৯ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারী কৌশলে দৌঁড়ে পালিয়ে যায়। এই ঘটনায় খিলগাঁও থানায় গ্রেফতারকৃতরাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাপ্ত তথ্য সম্পর্কে খিলগাঁও থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত ও ছিনতাইকারী দলের সদস্য। খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকার রাস্তায় ডাকাতির উদ্দেশে তারা একত্রিত হয়েছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ