ঢাকা, শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
চাপাতি ঠেকিয়ে ছিনতাই:রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাই করে চক্রটি,গ্রেফতারকৃত বাদেও পলাতকরা শনাক্ত
নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান
ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা যুবক গ্রেফতার
রাজধানীতে ৬ হাজার ইয়াবাসব ৫ শীর্ষ মাদক কারবারি আটক
গেমিং ও এআই’র নতুন যুগের সূচনা: গিগাবাইটের জিফোর্স আরটিএক্স ৫০৬০ সিরিজ বাজারে
রাঙ্গাবালীতে দাখিল পরীক্ষায় অনিয়ম, ১৪ শিক্ষার্থী সাসপেন্ড, ৫ শিক্ষককে জরিমানা
বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ঐতিহ্যবাহী চড়ক পূজা পরিদর্শন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পৌর বিএনপির যৌথ সভা
উলিপুরে ব্রীজের পানি প্রবাহের পথ বন্ধ করে দিয়ে মাটি ভরাটের অভিযোগ
পলাশবা‌ড়ি‌তে আন্ডার পাসের দাবী‌তে সমা‌বেশ অনু‌ষ্ঠিত
পিরোজপুরে চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলা চোর চক্রের সদস্য গ্রেফতার
কালীগঞ্জে স্কুলছাত্রীকে হত্যা,আটক ১
চাপাতি ঠেকিয়ে তরুণীর সোনার চেইন ও ব্যাগ ছিনতাই, ভিডিও ভাইরাল
ট্রেনে পুলিশ সদস্যের অশালীন অঙ্গভঙ্গির ভিডিও ভাইরাল, যা বলল পুলিশ
ব্যারিস্টার সারোয়ারের বক্তব্যে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা ও প্রতিবাদ

ফ্রান্সে নেওয়ার কথা বলে লেবানন নিয়ে নির্যাতন, মুক্তিপণ দাবি

ভাগ্যের চাকা ঘোরাতে ফ্রান্সে যাওয়ার পরিকল্পনা করেন ৩০ বছর বয়সী এক যুবক। মো.শাহিন মিয়া নামে পরিচিত একজনের সঙ্গে ফ্রান্সে যেতে চুক্তি অনুযায়ী প্রায় ৯ লাখ টাকা নগদ পরিশোধও করেন। তবে ভাগ্যের নির্মম পরিহাস। ফ্রান্সে নেওয়ার প্রলোভন দেখিয়ে লেবানন নিয়ে ভুক্তভোগী নারীকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। এ ঘটনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামি মো. শাহিন মিয়াকে গ্রেফতার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান পরিচালনা করে মানবপাচারকারী চক্রের সদস্য শাহিনকে গ্রেফতার করে র‌্যাব-১০।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি তাপস কর্মকার এ তথ্য জানান।

তিনি বলেন,গ্রেফতার মো. শাহিন মিয়া ভুক্তভোগীর (৩০) দূর সর্ম্পকের আত্মীয়। শাহিন দীর্ঘদিন লেবাননে প্রবাস জীবন কাটায়। দীর্ঘদিন প্রবাসে থাকায় ফ্রান্সে যেতে আগ্রহী যুবককে শাহিন প্রথমে লেবাননে নিয়ে সেখান থেকে ফ্রান্সে নিয়ে যাওয়ার প্রলোভন দেখায়। আত্মীয়তার সুযোগ নিয়ে নগদ ৮ লাখ ৯৩ হাজার টাকা ওই যুবকের কাছ থেকে নেন শাহিন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, পরবর্তী সময়ে শাহিন ও অপরাপর আসামিরা গত ২০২৩ সালের ২২ অক্টোবর ভুক্তভোগী যুবককে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে করে লেবাননে নিয়ে যায়। লেবানন বিমানবন্দরে নামার পর শাহিন ওই যুববকে একটি ঘরে আটকে রাখে। এরপর শাহিন ভুক্তভোগী যুবককে বাংলাদেশ থেকে আরও টাকা এনে দেওয়ার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।

পরবর্তী সময়ে ওই যুবক নির্যাতন সইতে না পেরে লেবাননে আটকে রাখা ঘর থেকে পালিয়ে সেখানকার পুলিশের কাছে ধরা দেন। এরপর লেবানন সরকার তাকে ২০২৪ সালের ২০ অক্টোবর বাংলাদেশে পাঠিয়ে দেয়।

এএসপি তাপস কর্মকার আরও বলেন, দেশে ফিরে ভুক্তভোগী যুবক মানবপাচার প্রতিরোধ দমন আইনে শাহিনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলার পরিপেক্ষিতে র‌্যাব অভিযান চালিয়ে মানবপাচারকারী চক্রের সদস্য শাহিনকে গ্রেফতার করে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ