
এইচএম শহিদুল ইসলাম মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে ভাষা দিবস এর মাস ফেব্রুয়ারি মাস শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৩৪ নম্বর জিলবুনিয়া কামলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রবাসীর অর্থায়নে নির্মিত হয়েছে একটি নতুন শহীদ মিনার। এই শহীদ মিনারটি প্রবাসী রাসেল আবেদীন এর অর্থায়নে নির্মিত হয়েছে, এবং মায়ের স্মৃতিকে অমর করে রাখার উদ্দেশ্যে তিনি এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন। এটি ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত।
দুপুরে বিদ্যালয়ের প্রাঙ্গনে শহীদ মিনারের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ইব্রাহিম খলিল মুহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল আলম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবির,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাসেল মোল্লা, প্রবাসী রাসেল আবেদীন এর বোন পুতুল আকতারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় অনুষ্ঠানে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী শেষে অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে মায়ের ভাষা বাংলা ভাষাকে হিসেবে প্রতিষ্ঠিত করতে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে শহীদ মিনারটি উন্মোচন করা হয়। আর এই শহীদ মিনার নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছেন মরহুম মাস্টার জয়নাল আবেদীন এর স্ত্রী এবং অবসরপ্রাপ্ত শিক্ষিকা রাহিলা খাতুন রহি। প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম ও সহকারী শিক্ষকব্ন্দ।প্রবাসী রাসেল আবেদীন বলেন, “এটি শুধুমাত্র একটি শহীদ মিনার নয়, বরং আমার মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিচ্ছবি। আমি আশা করি , ভবিষ্যতে আরও অনেকে আমার মতো তাঁদের মা-বাবার স্মৃতি ধরে রাখতে এমন মহৎ উদ্যোগ গ্রহণ করবেন।”স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রবাস থেকে মায়ের নামে শহীদ মিনার গড়ে তোলার এই দৃষ্টান্ত ভবিষ্যৎ প্রজন্মকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাশীল হতে অনুপ্রাণিত করবে।