
বান্দরবান জেলা সংবাদদাতা : বান্দরবানের আলীকদমে “আলীকদম কলেজ”এর নতুন সেমিপাকা একাডেমিক ভবন ও অফিস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বুধবার (১২ ফেব্রুয়ারী ২০২৫ইং) আলীকদম উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬নং ওয়ার্ড়ের তারাবুনিয়া এলাকায় “আলীকদম কলেজ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মুমিন।ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জেলা প্রশাসক শামীম আরা রিনি কলেজ ভবন নির্মাণের জন্য ২০ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, “শিক্ষার মানোন্নয়নে অবকাঠামো উন্নয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলীকদম কলেজের শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, কলেজের শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, নতুন একাডেমিক ভবন ও অফিস কক্ষ নির্মাণের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।