ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রামুর ঐতিহ্যবাহী গর্জনিয়া ফইজুল উলুম মাদ্রাসার মিলন মেলা বর্ণঢ্য আয়োজনে সম্পন্ন
ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর ২৩তম মৃত্যুবার্ষিকী ৫ এপ্রিল শনিবার
তুচ্ছ ঘটনায় ছাদে ডেকে নিয়ে বন্ধুকে ছুরিকাঘাত
বোয়ালমারীতে কুখ্যাত সন্ত্রাসী হাতকাটা শাহিদুল গ্রেপ্তার
কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে ঈদ পুর্ণমিলন অনুষ্ঠান
নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ফজলে রাব্বি মারা গেছেন
নড়াইল প্রেসক্লাবের পক্ষ থেকে জেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংবর্ধনা
খুলনায় যৌথ বাহিনীর হাতে গ্রেনেড বাবু আটক
বকশীগঞ্জে অগ্নিকান্ডে ৩০ লাখ টাকা ক্ষয়ক্ষতি
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার

কালীগঞ্জে তিস্তার চরে অবস্থান কর্মসূচি সফল করতে প্রস্তুতিমূলক সভা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই শ্লোগানে লালমনিরহাটের কালীগঞ্জ এক প্রস্তুতি মূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রুযারী) রাতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে কাকিনা মহিমা রঞ্জন স্কুল মাঠ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ বাবুর সঞ্চালনায়, উপজেলা বিএনপির আহবায়ক ও চন্দ্রপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী,বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপমন্ত্রী দুলু বলেন,১৬ বছর ক্ষমতায় থাকার পরও আওয়ামী লীগ লালমনিরহাটের মানুষের জন্য কোন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেনি। তাদের নেতারা মোটাতাজা হয়েছে, তাদের দলকেও মোটাতাজা করেছে। এ অঞ্চলের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নও ভেস্তে গেছে।বড়বাড়ি-বুড়িমারী সড়কও নির্মাণ করা হয়নি, লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবি অর্থনৈতিক অঞ্চল সৃষ্টি ও বিমানবন্দর চালু করা হয়নি। । এমপি-মন্ত্রীরা কখনো তিস্তা নদী রক্ষার দাবি উচ্চারণ করতে সাহস পাননি।

তিনি আরও বলেন, পিকনিক করতে গেলেও বিএনপি নেতাকর্মীদের পুলিশ গ্রেফতার করেছে, অথচ আজ স্বাধীন বাংলাদেশ এখন মুক্ত বাংলাদেশ। বাংলাদেশে হাসিনার পতন ঘটানো হয়েছে, তিস্তা মহাপরিকল্পনাও আমরা বাস্তবায়ন করব।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি রোকন উদ্দিন বাবুল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, উপজেলা বিএনপির অন্যতম সদস্য ফারহান উদ্দিন পাশা, উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুর, দলগ্রাম ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, ভোটমার ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরত মেহেরবান মিঠু, উপজেলা শ্রমিক দলের হুমায়ুন কবির ও সদস্য সচিব বিপ্লব হাসান রুমেল, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর ইসলাম,কাকিনা ইউনিয়ন বিএনপি’র অন্যতম সদস্য হুমায়ুন কবির বাবু,ভোটমারি ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম ও সদস্য সচিব আব্দুল বাছেদ পাটোয়ারী, সেচ্ছাসেবক দলের আহবায়ক জিএম তানভীর সাবু, ছাত্রদলের সদস্য সচিব মোমসেদুল খান বুলবুল, মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি রুবেল উদ্দিন পাটোয়ারী, ও সাধারণ সম্পাদক ইমান আলী জাদু, গোড়াল ইউনিয়ন বিএনপির আহবায়ক গজর উদ্দীন পাটোয়ারী ও সদস্য সচিব আবুল বাসার মুক্তাসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর অববাহিকা জুড়ে কয়েক লক্ষ মানুষের গণজমায়েত কর্মসূচি হাতে নিয়েছে। দুই দিনের লাগাতার কর্মসূচিতে সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। “জাগো বাহে, তিস্তা বাঁচাই” স্লোগানে তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু ও তিস্তা ব্যারাজ পয়েন্টে তাবু স্থাপন করে বিশাল এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুনঃ