
মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামুর গর্জনিয়ার ক্যাজরবিল গ্রামে নাতিকে বাচাঁতে গিয়ে ব্যাটারিচালিত টমটমের চাপায় দাদা বদর মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্যাজরবিল এলাকায় প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। বদর মিয়া একই এলাকার মৃত মোক্তার আহমদের ছেলে। গর্জনিয়া পুলিশ ফাঁড়ি ও স্থানীয় সূত্র জানায়, বদর মিয়া টমটমযোগে বাড়ি থেকে গর্জনিয়া বাজারে যাচ্ছিলেন। দৌঁড়ে আসা তার নাতি শিশুকে বাঁচাতে ইজিবাইক চালক রতন চন্দ্র নাথ সাইডে নিতে গিয়ে টমটমটি উল্টে গিয়ে চাঁপা পড়ে যায় । এতে বদর মিয়া ও রতন চন্দ্র নাথ আহত হন। বদর মিয়াকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। স্থানীয় সংবাদকর্মী হাফিজুল ইসলাম চৌধুরী বিষয়টি সংবাদ মাধ্যমেকে জানিয়েছেন।
গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) রাজেস বড়ুয়া বলেন- টমটম উল্টে বদর মিয়া নামের এক ব্যক্তি গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে মারা গেছেন। কোনো অভিযোগ ও আপত্তি না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।