ঢাকা, মঙ্গলবার, ১৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
এএসপি জাবেদ ইকবাল সাময়িক বরখাস্ত
সন্ত্রাসে মদতদাতা শরিফ-তাবরেজের উস্কানিতে পুলিশের ওপর হামলা,সেনা হস্তক্ষেপে আটক ৪
ভূরুঙ্গামারীতে নববর্ষ উদযাপন
কুড়িগ্রামের কচাকাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু
নববর্ষে মোরেলগঞ্জে বিএনপির শোভাযাত্রার নেতৃত্বে খায়রুজ্জামান শিপন
কারাগারে বন্দিদের নিয়ে বৈশাখী উৎসব উদযাপন
মেলায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী
যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের শাস্তির দাবিতে ঝাড়ু মিছিল
আত্রাইয়ে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন
নানা আয়োজনে রাজস্থলীতে পহেলা বৈশাখ উদযাপিত
পহেলা বৈশাখ উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া
মাহা সাংগ্রেং-বৈশাখ উপলক্ষে পাহাড়িজনপদ নাইক্ষ্যংছড়িতে আনন্দ শোভাযাত্রা পালিত
স্বাবলম্বী স্কুলের শিক্ষার্থীদের নববর্ষ উদযাপন
পাঁচবিবিতে বাগজানা মিসবাহুল উলুম কাওমী মাদ্রাসায় বাংলা নববর্ষ উদযাপন
নববর্ষকে স্বাগত জানিয়ে কয়রায় বিএনপির রঙিন শোভাযাত্রা

রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার দুই

রাজধানীর কাফরুল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাফরুল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মোহাম্মদ রাসেদুল আলম জুম্মা (৪৫) ও মো. আশরাফ আলী (৪৯)।

শনিবার (০৮ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে ব্রাজিলে তৈরি একটি ৯ এম.এম.তরাশ পিস্তল,দুই রাউন্ড তাজা গুলি ও একটি আইফোন উদ্ধার করা হয়।

কাফরুল থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় অপরাধ সংঘটনের উদ্দেশে কাফরুল থানার ইব্রাহিমপুর আনন্দ রোডে দুইজন অস্ত্র-গুলিসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে কাফরুল থানার একটি চৌকস দল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় রাসেদুল আলম ও আশরাফকে গ্রেফতার করা হয়।

এসময় তাদের হেফাজত হতে ব্রাজিলের তৈরি একটি ৯ এম.এম.তরাশ বিদেশি পিস্তল,দুই রাউন্ড তাজা গুলি ও একটি আইফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে কাফরুল থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশে লাইসেন্স ব্যতীত অবৈধ বিদেশি পিস্তল নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ