ঢাকা, রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ক্লাস-পরীক্ষা বর্জন করে নোয়াখালী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শাহবাগে ফুলের দোকানে আগুন: ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের কারণ
সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
বাঞ্ছারামপুরে বিএনপির ১১ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ
পঞ্চগড়ের বোদায় গুম, খুন, ছিনতাই, ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ফুলবাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যদের নিয়ে ঈদ পূর্ণমিলনী
চাঁদাবাজির অভিযোগে কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে শোকজ
রাজধানীর’ খেতাপুড়ি ‘দখল করেছে পটুয়াখালীর ঝাউবন
ঝিকরগাছায় কিশোরকে বস্তা কিনতে পাঠিয়ে ভ্যান নিয়ে চম্পট
১৭ বৎসর আন্দোলন সংগ্রাম করেছি ,দরকার হলে আবারো নামা হবে: আজিজুল বারী হেলাল
পাঁচবিবিতে মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
টিআরসি নিয়োগে দালালমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার আশ্বাস ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল

অপহরণ করে মুক্তিপণ দাবি,গ্রেফতার গিট্টু ফাহিম

কোচিং এ যাওয়ার পথে অপহরণ করা হয় মো. ওয়াসিমুল বারী রাফিদ (১৬) কে। পরে নির্মাণাধীন একটি ভবনে আটকে রেখে চাওয়া হয় ৬ লাখ টাকার মুক্তিপণ।

অন্যথায় মুক্তিপণের টাকা না দিলে দেয়া হয় প্রাণ নাশের হুমকি। এ ঘটনায় অপহৃত ভিকটিম বারী রাফিদ‘কে উদ্ধারসহ অপহরণকারী চক্রের সদস্য গিট্টু ফাহিমকে গ্রেফতার করেছে দক্ষিণখান থানা পুলিশ।

শনিবার (০৮ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল দক্ষিণখান থানার রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দক্ষিণখান থানা সূত্রের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন,ভিকটিম মো.ওয়াসিমুল বারী রাফিদ ও গ্রেফতারকৃত ফাহিম ওরফে গিট্টু ফাহিম দক্ষিণখান থানার টিআইসি কলোনির ফায়দাবাদ এলাকায় বাস করেন। গত রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে মো.ওয়াসিমুল বারী রাফিদ দক্ষিণখান থানাধীন টিআইসি কলোনির ফায়দাবাদ এলাকার নিজ বাসা হতে কোচিং এ যাওয়ার জন্য রৌনা দেন। পথে মজির উদ্দিন মার্কেটের সামনে আসলে পূর্ব শত্রুতার জের ধরে ফাহিম ওরফে গিট্টু ফাহিমসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন তার পথ রোধ করে। পরে তারা ভয়-ভীতি দেখিয়ে মোটর সাইকেলে করে তাকে ফায়দাবাদ এলাকার আদম আলী মার্কেট পাশের একটি নির্মাণাধীন ভবনের অষ্টম তলায় নিয়ে যায়।

তিনি বলেন,পরবর্তীতে ফাহিম ও তার সহযোগীরা ভিকটিম মো.ওয়াসিমুল বারী রাফিদের মোবাইল হতে তার জমজ ভাই মো.রহিত হাসানের মোবাইলে ফোন করে ৬লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং মুক্তিপণের টাকা না দিলে রাফিদকে মেরে ফেলার হুমকি দেয়।

এ ঘটনায় ভিকটিম রাফিদের মা মোসা.ফারজানা আক্তার বাদী হয়ে দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করেন।
থানা সূত্রের বরাতে তিনি আরও বলেন,মামলার পর দক্ষিণখান থানা পুলিশ দ্রুততম সময়ের মধ্যে ভিকটিমকে উদ্ধার ও আসামি গ্রেফতারে তৎপর হয়। পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ভিকটিম ও আসামির অবস্থান শনাক্ত করে গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে দক্ষিণখান থানার রেলগেইট এলাকায় অভিযান পরিচালনা করে ফাহিম ওরফে গিট্টু ফাহিমকে গ্রেফতার করা হয় ও অপহৃত মো.ওয়াসিমুল বারী রাফিদকে উদ্ধার করা হয়।

দক্ষিণখান থানার মামলায় গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। অপহরণের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ