ঢাকা, বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৪৭ লক্ষাধিক টাকার বিপুল ইয়াবাসহ গ্রেফতার নারী মাদক কারবারি
১৩৫ কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ: শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম গ্রেফতার
পারিবারিক ঝগড়ার দু’বছর পর খুন,২৪ ঘণ্টায় গ্রেফতার আসামি মাসুদ
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা পবিপ্রবির সিট প্ল্যান প্রকাশ
দোছড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের দোয়া-বিদায় অনুষ্ঠান সম্পন্ন
সুন্দরবনের ১১০ কেজি হরিণের মাংসসহ ১ শিকারী আটক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী উপজেলার আহ্বায়ক হাই-সদস্য সচিব শাওন
চট্রগ্রামের বহিঃনোঙ্গরে ৩হাজার ইয়াবা ও অস্ত্রসহ আটক ২
সুন্দরবনে ১১০ কেজি হরিণের মাংসসহ ১জন গ্রেফতার
গোলপ জারবেরার রাজ্যে নতুন সংযোজন ‘নন্দিনী’
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ৫ হাজার স্বেচ্ছাসেবী যুক্ত করা হবে:ডিএনসিসি প্রশাসক
অপহরণের নাটক সাজিয়ে অভিনব কায়দায় প্রতারণা: মা ও মেয়ে গ্রেফতার
আমতলীতে বিএনপির কর্মীসভাকে কেন্দ্র করে সাবেক সভাপতির বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ
সকল বিরোধীদল জুলুমবাজ শেখ হাসিনার সরকারকে উৎখাত করেছে :কাজী রওনাকুল ইসলাম টিপু

দীঘিনালায় নবাগত জেলা প্রশাসক’র মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক: দীঘিনালায় খাগড়াছড়ি পার্বত্য জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় দীঘিনালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা, দীঘিনালা সরকারি ডিগ্রী কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ তরুন কান্তি চাকমা, দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, এবং আরও অনেক জনপ্রতিনিধি ও সমাজসেবী।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. সোহেল রানা, দীঘিনালা চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মো. সেলিম, স্থানীয় বিভিন্ন মসজিদের পেশ ইমাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার তার বক্তব্যে বলেন, “আমি সকলের সহযোগিতা কামনা করি, যাতে দীঘিনালার সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করতে পারি। একটি সমৃদ্ধ দীঘিনালা গড়ে তুলতে আমাদের সবাইকে মিলেমিশে কাজ করতে হবে। সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।”

তিনি আরো বলেন, “দীঘিনালায় প্রচুর পরিমাণ তামাক চাষ হয়। যদিও তামাক চাষ নিষিদ্ধ নয়, তবে তামাক প্রক্রিয়া এবং কাঠ পুড়ানো প্রক্রিয়া বন্ধ করার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। এছাড়া, পাহাড় কাটার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান রয়েছে, পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

সভায়, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দুইটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ মতবিনিময় সভায় উপস্থিত সকলেই দীঘিনালাকে উন্নত এবং সমৃদ্ধ করার জন্য একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ